রক্ষা কবচ মিলবে কি? সুপ্রিম কোর্টে বেঞ্চ বদল অভিষেকের মামলার | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে
West Bengal
oi-Bahni Sanyal Dutta

কুন্তল ঘোষের চিঠিক মামলার প্রেক্ষিতে আজ ফের সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচের মামলার শুনানি। তবে এবার অন্যবেঞ্চে হবে মামলার শুনানি। বিচারপতি বসু ও বিচারপতি করোলের বেঞ্চ থেকে বিচারপতি মাহেশ্বরীর বেঞ্চে স্থানান্তরিত হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা।
কিন্তু তারপরেও কি মিলবে রক্ষা কবচ তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে মামলা লড়ছেন বর্ষিয়াণ কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। গত শুনানিতে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হতে পারেন বলে আদালতে আশঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু তারপরেও মেলেনি স্বস্তি।

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন, ইডি-সিবিআই তাঁর উপর চাপ তৈরি করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য। এমনই অভিযোগ করে আদালতে আবেদন করেছিলেন তিনি। সেই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরার অনুমতি দেয়।
কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সুপ্রিম কোর্ট সেই মামলা শুনতে রাজি হয়নি তবে হাইকোর্টে বেঞ্চ বদল করে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছিল। কিন্তু বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকেই বহাল রাখেন এবং ২৫ লক্ষ টাকা জরিমানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে।

আদালতের ছাড়পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলূব করে সিবিআই। নিজাম প্যালেসে হাজিরা দেন তিনি। প্রায় ৯ ঘণ্টা ধরে তাঁকে জেরা করা হয়। তারপরেই নিজাম প্যালেসের বাইরে সাংবাদিক বৈঠক করে বিজেপি সহ ইডি-সিবিআইকে তীব্র আক্রমণ করেন িতনি। তিনি অভিযোগ করেন শুধু সময় নষ্ট করা হচ্ছে এগুলি করে।

তারপরেই সুপ্রিম কোর্টে রক্ষা কবচের আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গত সোমবার বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সঞ্জয় করোলের বেঞ্চে মামলার শুনানি হয়। সেই শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি অভিষেকের গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেছিলেন। সেদিন মেলেনি রক্ষা কবচ। এরই মধ্যে বেঞ্চ বদল হয়ে গিয়েছে।
শুক্রবার মামলািটর শুনানি হওয়ার কথা বিচারপতি জেকে মাহেশ্বরী এবং বিচারপতি পিএস নরসিমার বেঞ্চে মামলটির শুনানি হওযার কথা। আজ কি মিলবে রক্ষাকবচ এই নিয়ে জল্পনার পারদ চড়তে শুরু করেছে।
English summary
Abhishake Banerjee case hearing in Supreme Court