যত খায় পোষায় না! DA নিয়ে তৃণমূলের কর্মীদের প্রচ্ছন্ন হুমকির সুরে কাইজার আহমেদের নির্দেশে জল্পনা | কাইজার আহমেদ ডিএ নিয়ে প্রচ্ছন্ন হুমকির সুরে দলীয় কর্মীদের নির্দেশ দিলেন ভাঙড়ের তৃণমূল নেতা
দলের কর্মীদের নির্দেশ
ডিএ-র দাবিতে সরকারি কর্মীরা রাস্তায় নেমেছেন, আন্দোলনে সামিল হয়েছেন। যা রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে। এব্যাপারে দলের এক কর্মিসভায় ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ বলেন, এরা সবাই আবার ভোট (পঞ্চায়েত) করাতে আসবে। প্রিসাইডিং অফিসার-সহ যাঁরা ভোট করাতে আসেন, তাঁরা সবাই একই। তিনি এও বলেন, ভাঙড়ের সরকারি কর্মীরা অন্য জায়গায় যাবেন আবার অন্য জায়গার লোকেরা ভাঙড়ে আসবেন, সেটা সবার জানা।

মাঝে শুধু ২০২১-এ হার
কাউজার বলেছেন, ২০১৩ সাল থেকে ভাঙন এক ব্লকের নির্বাচন করানোর দায়িত্ব তাঁর ওপরে রয়েছে। সব নির্বাচনে জয়ী হলেও ২০২১-এ বিধানসভা নির্বাচনে আইএসএফ-এর নওশাদ সিদ্দিকির হাতে পরাজিত হওয়ার গ্লানি ভুলতে পারেননি কাইজার। যে কারণে তিনটে অঞ্চল পিছিয়ে পড়েছে, বলেছেন তিনি। আইএসএফ হাওয়া দেওযার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

ডিএ নিয়ে আন্দোলনকে কটাক্ষ
তিনি আন্দোলনকে কটাক্ষ করে বলেন, রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করে, ভাতা দাও, হ্যান দাও, ত্যান দাও। তিনি আরও বলেন, এইসব সরকারি কর্মীরা বলছেন, বেশি করে টাকা না দিলে ভোট করতে যাব না। এঁরা যখন বুথে আসবে, তখন নিজেদের লোক বলে যেন কর্মীরা লাফালাফি না করেন, সে ব্যাপারে সতর্ক করেছেন তিনি। সবাই ডিসটার্বড। তারা ব্যালটে ডিসটার্ব করে এসে (হয়তো পোস্টার ব্যালটের কথা বোঝাতে চেয়েছেন) বুথেও ডিসটার্ব করবেন।

সরকারি কর্মীদের থেকে সাবধান
কাউজার আহমেজ দলের কর্মীদের উদ্দেশে বলেন, আগের বুথের ভিতরে কর্মীরা (তৃণমূল) অনেক কিছু করতেন। তবে এবার বুথে কাজ করতে আসা সরকারি কর্মীদের মুরগির মাংস খাওয়ানো যাবে না, বলেছেন ভাঙড়ের তৃণমূল নেতা। তবে তাঁদেরকে (সরকারি কর্মী) চাপে রাখতে পরামর্শ দিয়েছেন তিনি।
কাইজার বলেছেন, তিনি বিপদে পড়লেও, অন্য কাউকে বিপদে ফেলার লোক নন। তাই যার রাজনীতি করার ইচ্ছা করো, না হলে করো না বলেছেন তিনি।

যত খায় পোষায় না
ভাঙৎড়ে কর্মী সভায় কাউজার বলেন, তিন নম্বর কলোনিতে একটা প্রাইমারি স্কুল রয়েছে। যেখানে দু-জন শিক্ষক আর ১৬ জন ছাত্র রয়েছে। কোনও কোনও এই ছাত্রছাত্রীদের এনেকেই আসে না। এঁরা আরও ভাতার দাবি করছে। এরপরেই কাইজার বলেন, যত খায় আর পোষায় আর না। তবে সেটা দিদির ভাষায়, বলেছেন কাইজার।