মোদী-শাহকে তমলুক-কাঁথি কেন্দ্র উপহার দিতে চান, ২০২৪ নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা শুভেন্দুর Suvendu Adhikari takes challenge to pick Tamluk and Kanthi to Nareandra Modi and Amit Shah

মেজো বোন নন্দীগ্রামের তুলনা শুভেন্দুর

তৃণমূলের হাইকম্যান্ডের বিরুদ্ধে তোপ দেগে শুভেন্দু অধিকারী বলেন, আমি বিজেপিতে যোগদান করেছি ২০২০ সালের ১৯ ডিসেম্বর। তারপর পিসি বলল আমি ৪ জানুয়ারি নন্দীগ্রাম যাবো। কিন্তু এলেন না, এলেন ১৮ জানুয়ারি। তারপর বললেন, নন্দীগ্রাম আমার মেজো বোন। মেজো বোনের কী হয়েছে সেটা তো সবাই দেখেছেন। সেখানে এক নয় পাঁচ ছয়। অর্থাৎ ১৯৫৬ ভোটে হার মানতে হয়েছে পিসিকে।

কাঁথি ও তমলুক মোদীকে উপহার

কাঁথি ও তমলুক মোদীকে উপহার

শুভেন্দু বলেন, পিসির পর ভাইপো এসে বলে গিয়েছিল, তোর বাপকে ডাক। তারপর কী রেজাল্ট হল, তাও দেখেছেন! কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, ময়না, ভগবানপুর, হলদিয়া, খেজুরি, নন্দীগ্রাম- সব জিতেছি আমরা। এবার আমরা, ২০২৪-এ কাঁথি ও তমলুক লোকসভা নরেন্দ্র মোদীকে উপহার দেবো।

ভোট দিতে পারলে বিজেপি একে

ভোট দিতে পারলে বিজেপি একে

শুভেন্দু অধিকারী জোর গলায় বলেন, ভোট দিতে পারলে বিজেপি একে থাকবে। তৃণমূলের দেখা মিলবে না।বিজেপিকে জেতালেই মিলবে আবাস যোজনার টাকা। তিনি শুধু ২০২৪-এর নয়, ২০২৩-এর পঞ্চায়েত ভোটে বিজেপিকে জয়ী করার আহ্বান জানাবেন। টোপ দেন আবাস যোজনার। ২০২৩-এ বিজেপিকে জেতালেই আবাস যোজনা পাবেন আপনারা।

ডেডলাইন নিয়ে সুরবদল শুভেন্দুর

ডেডলাইন নিয়ে সুরবদল শুভেন্দুর

আর ডিসেম্বরের ডেডলাইন নিয়ে সুরবদলে শুভেন্দু বলেন, তারিখ পাল্টে যাবে। কিন্তু বছরটা একই থাকবে। আপনারা যা চাইছেন তাই হবে। আমরা এলে পরিযায়ী শ্রমিকদের ফিরয়ে আনব। উত্তরপ্রদেশ ও গুজরাতের মতো নতুন করে সজ্জিত হবে পশ্চিমবঙ্গ। উত্তর প্রদেশের মতো ডাবল ইঞ্জিন সরকার হবে। তারপরই বুলডোজার চলবে।

২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে...

২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে…

বুধবার কাঁথির জবাবি সভা থেকে নন্দীগ্রামের বিধায়ক বলেন, আপনারা আবাস যোজনা নিয়ে বিন্দুমাত্র বিচালিত হবেন না। তিনি বলেন, ২০১৮ সালের খসড়ায় যাঁদের নাম নেই, তাঁরা কী করে অন্তর্ভুক্ত করবেন? নাম অন্তর্ভুক্ত হবে না। এর সমাধান হল ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে জেতানো।

বিজেপিকে জেতাতে পারলেই...

বিজেপিকে জেতাতে পারলেই…

শুভেন্দু বলেন, যাঁরা ২০১৮ সালে যোগ্য থাকার পরেও আবাস যোজনার টাকা পাননি, তাঁরা ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে জেতাতে পারলেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে টাকা পাবেন। শুভেন্দু বলেন, আমি দ্যর্থহীন ভাষায় বলে যাচ্ছি বিজেপিকে জেতালেই মিলবে আবাস যোজনার টাকা।

রাষ্ট্রবাদী সরকার হবেই

রাষ্ট্রবাদী সরকার হবেই

তৃণমূলকে তোলামূল বলে কটাক্ষ করে তিনি বলেন, পুলিশ ছাড়া তোলামূলের আর কিছু নেই। রাজনৈতিকভাবে তৃণমূল পরাজিত হতে না চাইলে তাঁদের পুলিশের সাহায্য নিতে হবেই। তাই আপনারা জাগ্রত হন। আমরা ভোটে জিতেই বিজেপিকে ক্ষমতায় আনব। রাষ্ট্রবাদী সরকার হবেই।

Read also  দুর্ঘটনার কবলে কুণাল ঘোষ, জনবহুল রাস্তায় ভাঙল গাড়ি । kunal ghosh car accident haldia bus accident near sealdah

Source link