মাধ্যমিকের মেধা তালিকায় দশম স্থানে অনুব্রত! বাবার কাছে পড়েই সাফল্য! জানুন
মালদহ: বাবার মুখে মেধাবী পড়ুয়াদের সুনাম শুনে আগ্রহ। বাবা একজন স্কুল শিক্ষক তাই, সফল পড়ুয়াদের গল্প শোনাতো ছেলেকে। সেখান থেকেই আগ্রহ পড়াশোনার প্রতি। এমনকি বাবার কাছেই ভুগোল পড়ছে নিয়মিত। ভূ- বিজ্ঞান নিয়ে ছোট থেকেই আগ্রহ। মাধ্যমিকে মিলল সাফল্য। মেধা তালিকায় রাজ্যে যুগ্মভাবে দশম স্থানে রয়েছে অনুব্রত ঘোষ। তার প্রাপ্ত নম্বর ৬৮৩। মালদহ শহরের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া।
West Bengal HS Result 2023 LIVE Updates : আর কিছুক্ষণের মধ্যে এখানেই দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল, করতে হবে শুধু একটা ক্লিক
অনুব্রত ঘোষ বলেন, মাধ্যমিকের জন্য অনেক পরিশ্রম করেছি। সেই মতো সাফল্য পেলাম। আগামীতে আমি চিকিৎসক হতে চাই। আমার পড়াশোনার জন্য বাবা-মা এবং শিক্ষক শিক্ষিকারা সবসময় সাহায্য করেছে। অনুব্রত ঘোষের বাড়ি মালদহ শহরের এক নম্বর গর্ভমেন্ট কলনী। বাবা অরবিন্দ ঘোষ মালদহ শহরের অক্রূরমণি করনেশন ইনস্টুটিউশনের ভূগোলের শিক্ষক। মা বীণাপাণি ঘোষ গৃহবধূ। একমাত্র ছেলে অনুব্রত। শুধু পড়াশোনা নয়, পাশাপাশি আবৃত্তি করে ভাল। এছাও খেলাধুলা প্রতি আকর্ষণ রয়েছে।
আরও পড়ুন: ‘বাঞ্ছারামের বাগান’ সিনেমার এই বাগান বাস্তবে কোথায় আছে জানেন? তাঁর পদবী কী? অবাক হবেন
আরও পড়ুন:
ছোট থেকে কম্পিউটার শেখার নেশা রয়েছে। অন লাইনে ক্লাস করতে করতে বিভিন্ন জিনিস শিখে ফেলেছে নিজে থেকে। সমস্ত বিষয়ের জন্য একজন করে গৃহশিক্ষক ছিলেন। তবে ভূগোলের কোন গৃহশিক্ষক ছিল না। নিয়মিত বাবার কাছেই ভুগোল পড়ত। তবে তার প্রিয় বিষয় বিজ্ঞান। এমনি ভু- বিজ্ঞানের প্রতি তার ঝোঁক রয়েছে। আগামীতে চিকিৎসক হতে চায় অনুব্রত। তারজন্য এখন থেকেই শুরু হয়েছে প্রস্তুতি। বাবা অরবিন্দ ঘোষ বলেন, ছেলেরা এমন সাফল্য আমি খুব খুশি, নিজের ছেলেকে নিয়মিত পড়াশোনার গাইড করতাম। যেহেতু আমি একজন শিক্ষক ছেলেকে নিয়মিত নজর দিতাম পড়াশোনায়। আগামীতে ছেলের ইচ্ছে রয়েছে চিকিৎসা হওয়ার। আমি চাই ওর স্বপ্ন পূরণ হোক।
হরষিত সিংহ
আপনার শহর থেকে (মালদহ)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anubrata Ghosh, Madhyamik Results 2023