মমতার রোষে অধীর-গড়ের দুই সাংসদ, সাগরদিঘি উপনির্বাচনে হারের আঁচ তৃণমূলে | সাগরদিঘি উপনির্বাচনে হারের পর অধীর চৌধুরীর জেলার দুই তৃণমূল সাংসদের উপর ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়

সাগরদিঘির উপনির্বাচনে হারের পর…

সাগরদিঘির উপনির্বাচনে হার ভালো চোখে নেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনবারের জেতা আসন কেন হারতে হল উপনির্বাচনে, তা তাঁকে খোঁচা দিচ্ছিল। আর এটা যে শুধু সংখ্যালঘু ভোট-ব্যাঙ্কে ধসের কারণে হয়েছে, তাও মানতে চাননি মমতা। তিনি মনে করেন এর মধ্যে অন্য খেলা রয়েছে।

দুই তৃণমূল সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষানলে

দুই তৃণমূল সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষানলে

এদিন কালীঘাটে দলের উচ্চপর্যায়ের বৈঠকে তিনি তলব করেছিলেন দলের বিধায়ক ও সাংসদসহ শীর্ষ নেতৃত্বকে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের দুই সাংসদের উপর ক্ষোভ প্রকাশ করলেন। বলা যায়, সাগরদিঘি উপনির্বাচনে হারের পর দুই তৃণমূল সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষানলে পড়লেন।

দুই সাংসদের বিরুদ্ধে প্রতিক্রিয়া, স্পষ্ট বিভাজন

দুই সাংসদের বিরুদ্ধে প্রতিক্রিয়া, স্পষ্ট বিভাজন

সাগরদিঘিতে হারের পরই প্রশ্ন উঠে পড়েছিল, তবে কি তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ধস নামতে শুরু করেছে? মুসলিম ভোটাররা সরে যাচ্ছেন তৃণমূলের পাশ থেকে? তা জানতে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নেন। তারপর এদিন যেভাবে তিনি দুই সাংসদের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন, তাতে স্পষ্ট হয়েছে দলের বিভাজন।

কংগ্রেসের কাছে হারতে হয়েছে তৃণমূলকে

কংগ্রেসের কাছে হারতে হয়েছে তৃণমূলকে

অধীর চৌধুরীর জেলায় কংগ্রেসের কাছে হারতে হয়েছে তৃণমূলকে। তৃণমূল সুপ্রিমো মনে করছেন, এই হারের পিছনে রয়েছে তৃণমূলের একটা শ্রেণির সাবোতাজ। তিনি এ ব্যাপারে আঙুল তুলেছেন দলের দুই সাংসদ খলিলুর রহমান ও আবু তাহেরের উপর। দলের দুই সাংসদের সঙ্গে প্রদেশে কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর যোগ রয়েছে বলে মমতা অভিযোগ পেয়েছেন।

তৃণমূলের একাংশের সমর্থনও পেয়েছে কংগ্রেস!

তৃণমূলের একাংশের সমর্থনও পেয়েছে কংগ্রেস!

এরপরই এদিনের বৈঠকে দলের দুই সাংসদের উপর বিরক্তি প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে মুর্শিদাবাদে তৃণমূলের হারে দলের এক শ্রেণি কংগ্রেসকে সমর্থন করেছে বলে স্পষ্ট হয়। একইসঙ্গে এটাও স্পষ্ট হয় যে, শুধু বিজেপির ভোটে কংগ্রেস প্রার্থী জয়ী হননি, তৃণমূলের একাংশের সমর্থনও পেয়েছেন।

নিজেই ফলাও করে যা জানিয়েছেন বিধায়ক

নিজেই ফলাও করে যা জানিয়েছেন বিধায়ক

তৃণমূলের একাংশের সমর্থন পেয়ে যে সাগরদিঘি উপনির্বাচনে জিতে বিধায়ক হয়েছে বায়রন বিশ্বাস, তা তিনি নিজেই ফলাও করে জানিয়েছেন বিধানসভায় দাঁড়িয়ে। তিনি ‘তৃণমূলের লোক’ বলে ব্যাখ্যা করে বায়রন বিশ্বাস বলেন, আমি তৃণমূলের অকুণ্ঠ সমর্থন পেয়েছি। তারা আমাকে ভোট দিয়েছেন। সাগরদিঘির মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা পূরণ করাই আমার অগ্রাধিকার।

Read also  পুলিশকে হুঁশিয়ারি সুকান্তর, পশ্চিম মেদিনীপুরে এসে কড়া কথা শোনালেন তিনি

Source link