ভারতে দুই ছেলের বাড়ি! কাঁটাতারের বাধা না মেনে দেখা করতে এল পরিবার! তারপর? জানুন
জলপাইগুড়ি : শুক্রবার জলপাইগুড়ি সদর ব্লকের বেরুবাড়ির ভারত বাংলাদেশ সীমান্তের চিংড়ি মারী এলাকার কাঁটা তারের বেড়ার নিচ দিয়ে এক শিশু দুই মহিলা এবং এক জন পুরুষ ভারতে প্রবেশ করে। সীমান্তে কর্তব্যরত বি এস এফ অনুপ্রবেশের অভিযোগে আটক করে বাংলাদেশের ঠাকুরগাও জেলার নারায়ণ পুরের বাসিন্দা, বিমল অধিকারী, মালতি অধিকারী, বনা অধিকারী,।
ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করেছে পুলিশ।আটক বাংলাদেশি নাগরিক বিমল অধিকারী, জানিয়েছেন, ওনার দুই ছেলে আগে থেকেই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নকশাল বাড়ি থানা এলাকার পানিটাঙ্কিতে রয়েছে, ছেলেদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যেই বাংলাদেশের এক মেম্বারকে তিন হাজার টাকা দিয়ে এপারে আসার সময় আমাদের আটক করেছে।
আরও পড়ুন: গঙ্গা ভাঙনে সব শেষ! জমিহারাদের জন্য ১০০ কোটি বরাদ্দ! দেওয়া হল পাট্টা! জানুন
আরও পড়ুন:
প্রসঙ্গত মানিকগঞ্জ এলাকায় এবং বের বাড়ির কাঁটাতার সংলগ্ন এলাকায় মধ্যে দেখা যায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকছে ভারতবর্ষে। এমন ঘটনা আগেও ঘটেছে। পুরো বিষয় খতিয়ে দেখা হচ্ছে!
সুরজিৎ দে
আপনার শহর থেকে (জলপাইগুড়ি)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangladesh, BSF, Jalpaiguri News