ব্যারাকপুরের আনন্দপুরীরে শ্যুটআউট! সোনার দোকানে হামলায় মৃত ১, আহত ২ | ব্যারাকপুর আনন্দপুরীতে দুষ্কৃতী হামলা সোনার দোকান একজন মৃত, আহত দুই
24 Parganas
oi-Dibyendu Saha

ব্যারাকপুরের আনন্দপুরীতে দুষ্কৃতী হামলা। সোনার দোকানে হামলায় কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ব্যারাকপুরে ১৪ নম্বর রেলগেটের কাছেই এই দোকানে হামলায় এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনায় তদন্ত শুরু করেছে ব্যারাকপুর কমিশনারেট।
ব্যারাকপুরের অভিজাত এলাকা আনন্দপুরীর সোনার দোকান সিংহ জুয়েলারিতে এদিন সন্ধেয় হামলা চালায় চার দুষ্কৃতী। দোকানে ঢুকেই লুট করার চেষ্টা করে। সেই সময় রুখে দাঁড়ান মালিকের ছেলে নীলাদ্রী সিংহ। সঙ্গে সঙ্গে তাঁকে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মারা যান তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই সময় দোকানে মালিক নীলরতন সিংহ ছাড়াও ছেলে নীলাদ্রী সিংহ এবং দুই কর্মী ছিলেন। দুষ্কৃতীরা নীলাদ্রীকে গুলি করার পরে এলোপাথাড়ি গুলি চালায়। সেই সময় গুলি লাগে নীলরতন সিংহ এবং দোকানের এক কর্মীর। তাঁদের দুজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
খবর পেয়েছেই ঘটনাস্থলে যান ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস এবং ব্যারাকপুর কমিশনারেটের আধিকারিকরা। উত্তর দাস জানান, চার দুষ্কৃতী হামলা চালায়। তিনি আরও জানিয়েছেন, গুলিতে মৃত মালিকের ছেলে নীলাদ্রী সিংহ মাস ছয়েক আগে বিয়ে করেছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ৩ থেকে ৪ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। তবে দোকানের ভিতরে যদি চার দুষ্কৃতী ঢুকে থাকে, সেক্ষেত্রে বাইরে একাধিক দুষ্কৃতী ছিল বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। এব্যাপারে এলাকার সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু করেছে ব্যারাকপুর কমিশনারেট। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশিও শুরু হয়েছে।
-
পাঞ্জাবের ভাতিন্ডায় সেনা ছাউনিতে গুলি, কমপক্ষে ৪ জনের মৃত্যু
-
সুচি-র দেশে শান্তির জমায়েতে বোমাবর্ষণ, শিশু সহ শতাধিক নিরিহকে হত্যা করল মায়ানমার সেনা
-
আমেরিকায় এবার বন্দুকবাজ ব্যাঙ্ককর্মী! গুলিতে মৃত ৫ সহকর্মী
-
শক্তিগড়ে ফিল্মি কায়দায় শ্যুটআউট, ১ ব্যবসায়ীর মৃত্যু, নীল গাড়ি ঘিরে বাড়ছে ধন্ধ
-
আমেরিকায় স্কুলে বন্দুকবাজের গুলি, তিন শিশু-সহ মৃত ৬! হৃদয় বিদারক, প্রতিক্রিয়া প্রসিডেন্ট বাইডেনের
-
খালিস্তানপন্থীদের বিক্ষোভের পরেই মার্কিন মুলুকে গুরুদ্বারে ২ ব্যক্তিকে গুলি, তদন্তে পুলিশ
-
দোল পুর্নিমার সন্ধ্যায় ভাঙরে এলোপাথাড়ি গুলি, আশঙ্কাজনক এক তৃণমূল নেতা
-
মালদহের রতুয়ায় ধুন্ধুমার, হাইমাদ্রাসার নির্বাচনে তৃণমূেলর গোষ্ঠী সংঘর্ষে চলল গুলি, নামল RAF
-
নিউটাউনে থানার ব্যারাকে চলল গুলি! আহত এসআই ভর্তি হাসপাতালে
-
আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা! তিনটি ঘটনায় কমপক্ষে ৯ জনের মৃত্যু
-
ক্যালিফোর্নিয়ায় গুলির ঘটনায় হামলাকারী নিহত, জানা যায়নি উদ্দেশ্য
-
মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা, লস অ্যাঞ্জেলেসে পার্কে এলোপাথারি গুলিতে কমপক্ষে ১০ জনের মৃত্যু
English summary
Antisocials attacks goldsmith in Anandapuri in Barrackpur, one death and two injure