বিস্ফোরক অর্জুন সিং…! ‘৪০ কেজির ভুঁড়ি নিয়ে হাঁটতেই পারে না…’ তৃণমূল সাংসদের কটাক্ষে তোলপাড়!TMC MP opens up on Shoot out his Controversial comment raises noise in Bengal Politics – News18 Bangla
ব্যারাকপুর: দিনের আলোয় ব্যস্ত সময় রাস্তায় শয়ে শয়ে লোক। সেই সময়ই দোকানে ঢুকে ডাকাতির চেষ্টা। বাধা পেয়ে গুলি। তারপরেই অপরাধী ধরতে পুলিশের ভূমিকা নিয়ে জোরালো কটাক্ষ শোনা গেল তৃণমূল নেতা অর্জুন সিং-এর গলায়। বলছেন, হয় পুলিশের যোগসাজস আছে, নাহলে পুলিশ ব্যর্থ। নাহলে এধরণের ঘটনা ঘটতেই পারে না। ব্যারাকপুর নিয়ে অর্জুন সিং এর মন্তব্যে কি এবার অস্বস্তিতে দল?
বুধবার ভর সন্ধ্যায় ব্যারাকপুরের আনন্দপুরীতে দুষ্কৃতীর গুলিতে খুন হন স্বর্ণ ব্যবসায়ী নীলাদ্রি সিংহ। খুনের ঘটনা ঘিরে এরপরেই উত্তাপ চড়েছে বঙ্গ রাজনীতিতে। বৃহস্পতিবারই শুটআউট কাণ্ডে টিটাগড় থানাকে নিশানা করেছেন সাংসদ অর্জুন সিং। পুলিশের ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ বিজেপি ফেরত তৃণমূল নেতা।
আরও পড়ুন: ইলিশ ১২০০ থেকে ১৪০০ টাকা কিলো! ফল-সবজিতেও ছ্যাঁকা! আগুন জামাইষষ্টীর বাজার
দিন দিন দুষ্কৃতীর দৌরাত্ম্য বাড়ছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে। অন্যদিকে, বোমাবাজি, খুনের মতো পরপর ঘটতে থাকা ঘটনায় এবার পুলিশকে কাঠগড়ায় তুললেন শাসকদলের নেতা। তার অভিযোগ, প্রকৃত অপরাধী ধরা পড়ছেন না। অনেকের মাথার ওপর রাজনৈতিক নেতাদের হাত আছে। নেতাদের ছত্রছায়ায় তাদের ধরতে পুলিশ আরও ব্যর্থ হচ্ছে।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, ‘‘পরিস্থিতি দেখে মনে হচ্ছে, পুলিশের ভূমিকা সঠিক নয়। পুলিশ-প্রশাসনের উপর মানুষের যে ক্ষোভ তৈরি হচ্ছে, তাতে আমাদের দলের ক্ষতি হবে।’’
আরও পড়ুন: কালবৈশাখী সতর্কতা…! ৬০-৭০ কিমি বেগে বইবে উথালপাথাল হাওয়া, বজ্রবিদ্যুৎ-বৃষ্টি-শিলাবৃষ্টি! ঘণ্টা দুয়েকেই জেলায় জেলায় ঝড়জলের তাণ্ডব
দুঃখ প্রকাশ করে নেতা বলেন, ‘‘আগেকার সময় পুলিশদের দেখে অপরাধীরা অপরাধ করতে ভয় পেত। কিন্তু এখনকার পুলিশ অফিসারেরা অপরাধীদের শায়েস্তা করতে ব্যর্থ। ছোট ছোট বিষয় পুলিশের একাংশ অতি সক্রিয়। কিন্তু অপরাধীরা মুক্তাঞ্চল বানিয়ে ফেলছে। আর এসব নিজের চোখে দেখেও আমরা কিছু করতে পারছি না।’’
এখানেই থেমে থাকেননি তিনি। সরাসরি পুলিশের শারীরিক সক্ষমতা নিয়ে কটাক্ষ করে নেতা বলেন, ‘‘৪০ কেজির ভুঁড়ি নিয়ে হাঁটতেই পারে না। সে আবার অপরাধীদের ধরতে পারে নাকি! কিছু লোক এদের পরিচালনা করছে। এতে আখেরে পার্টির ক্ষতি হচ্ছে। অপরাধীরা মুক্ত ভাবে বিচরণ করছে।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arjun singh, TMC MP