বিভিন্ন বোর্ডের পরীক্ষায় কৃতি পড়ুয়াদের সংবর্ধনা দেবে রাজ্য – News18 Bangla

কলকাতা: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক-সহ সিবিএসই, আইসিএসই-কৃতি পড়ুয়াদের সংবর্ধনা দেবে রাজ্য সরকার। আগামী ১ জুন সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে হবে এই অনুষ্ঠান। প্রত্যেকটি জেলা থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের কলকাতায় আনতে হবে। মাধ্যমিকের প্রথম ১০ এবং উচ্চমাধ্যমিকে প্রথম ১০ জন পর্যন্ত মেধা তালিকায় থাকা পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হবে। মাদ্রাসার কৃতি পড়ুয়াদেরও সংবর্ধনা দেওয়া হতে পারে ওই দিন। কী ভাবে হবে গোটা অনুষ্ঠান তা নিয়ে আগামিকাল প্রত্যেকটি জেলা নিয়ে বৈঠকে বসতে চলেছে নবান্ন।

 

এ বছর উচ্চ-মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে গত বুধবার, অর্থাৎ গতকাল৷ তার আগে মাধ্যমিক ও মাদ্রাসারও ফল প্রকাশিত হয়েছে৷ এ বারে জেলার ফলাফল উল্লেখযোগ্য ভাবে ভাল হয়েছে৷ বিভিন্ন জেলা থেকে এ বার প্রথম দশের তালিকায় পড়ুয়ারা উঠে এসেছেন৷ আগেও সফল পড়ুয়াদের এ ভাবেই সংবর্ধনা জানিয়েছে রাজ্য সরকার৷ এ বছরের ক্ষেত্রেও তার কোনও ব্যাতিক্রম হচ্ছে না৷

Published by:Uddalak B

First published:

Tags: West Bengal Government

Source link

Read also  IAF Fighter Crashed: বিকট শব্দে রতিরামের বাড়িতে ভেঙে পড়ল মিগ, জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ৩ মহিলার