বিজেপি বিধায়কের কণ্ঠে অনুব্রত-র ‘ভাষা’, ওসিকে পেটানো থেকে থানা জ্বালানোর হুমকি, BJP MLA Swapan Majumdar says like Anubrata Mondal against Police in North 24 Pargana.
24 Parganas
oi-Sanjay Ghoshal

তৃণমূলের হেভিওয়েট অনুব্রত মণ্ডল পুলিশকে বোম মারার নিদান দিয়েছিলেন, তা নিয়ে কম বিতর্ক হয়নি। এবার অনুব্রত মণ্ডলের অনুকরণে বিজেপির বিধায়ক থানা জ্বালিয়ে দেওয়ার নিদান দিলেন। শনিবার বর্ষশেষের দিনে প্রকাশ্য সভায় বিজেপির বিধায়ক স্বপন মজুমদার পুলিশকে গাছে বেঁধে পেটানোর পর থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিলেন।
মঙ্গলবার আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাগে অশোকনগরের পঞ্চায়েত দফতরে ঘেরাও বিক্ষোভ কর্মসূচি নেয় বিজেপি। কর্মসূচি চলাকাকীন এক বিজেপি নেতা দিলীপ বৈদ্যকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে অশোকনগর থানার কাছে একটি বিক্ষোক্ষ সমাবেশ করা হয় বিজেপির তরফে।

এই সমাবেশে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার হুমকি দেন পুলিশকে নিশানা করেন। তিনি বলেন, ওসি-আইসিদের গাছে বেঁধে পেটান। তাতে যদি কেউ গ্রেফতার হন, তাহলে তাঁকে ছাড়ানোর জন্য ভারতীয় জনতা পার্টি দায়িত্ব নেবে। আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। একথা ঘোষণা করেন বিজেপি বিধায়ক।
বিজেপির নেতা দিলীপ বৈদ্যকে মারধর করা প্রসঙ্গে তিনি বলেন, যে এই কাজ করেছে, তাঁকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। পুলিশ যদি অপরাধীকে গ্রেফতার না করতে পারে, এই থানায় আগুন লাগিয়ে দিন। নীচুতলার পুলিশগুলো কোনও কাজ করেন না। ওসি এবং আইসিদের মাথা ফাটিয়ে দিন। গরিব মানুষকে বঞ্চিত করা হচ্ছে। আর তা বলতে গেলে বিজেপি নেতাদের ধরে মারধর করা হচ্ছে। তারপরও পুলিশের কোনও ভ্রুক্ষেপ নেই।
বিজেপির বিধায়কের কণ্ঠে এই কথা শুনে হাততালিতে পেটে পড়ে বিক্ষোভ সমাবেশ। এরপর বিধায়ক স্বপন মজুমদার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে বলেন, সাধারণ মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেলে আর কোনও রাস্তা থাকে না। আমাদের একাধিক কার্যকর্তাকে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ২০১৯ সালের পর ২০০-র বেশি কার্যকর্তার দেহ আমাদের শ্মশানের নিয়ে যেতে হয়েছে।
বিজেপি বিধায়কদের কথায়, তা হয়েছে নপুংসক পুলিশের কারণে। এরপর কি আমরা পুলিশকে পুজো করব? পুলিশ ডিউটি না করলে আমাদেরকেও অস্ত্র তুলে ধরতে হবে। কারণ আমরা শান্তি চাই, গণতন্ত্র চাই। ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি, কীভাবে গণতন্ত্রের হত্যা হয়েছে। আর গণতন্ত্রের হত্যায় মদত দিয়ে চলেছে দলদাস পুলিশ।
মঙ্গলবার আমাদের দলের এক নেতা প্রহৃত হওয়ার পরও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। তারপর পুলিশের বিরুদ্ধে যদি কোনও হুমকি আসে, সেটা কি অনুচিত? অর্থাৎ বিধায়ক তাঁর এই বক্তব্য থেকে এতটুকু সরছেন না। তিনি বলেন, আমার বিরদ্ধে মামলা হলে হোক, অনেক মামলা খেয়েছি, আরও একটা মামলা খেতে কোনও আপত্তি নেই আমার।
-
বন্দে ভারতের ফায়দা তুলতে ময়দানে বিজেপি! সাত তাড়াতাড়ি ঘোষিত নতুন কর্মসূচি
-
রাজ্য সরকারের ইশারায় দার্জিলিং পুরসভার এই পট পরিবর্তন, বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদ রাজু বিস্তের
-
MD Salim: শিক্ষক নিয়োগে ২ দুর্নীতিবাজ বাইরে! তৃণমূলের জন্ম বৃত্তান্ত-মমতাকে কটাক্ষ মহঃ সেলিমের
-
MD Salim: শুভেন্দু-মমতা একসঙ্গে মিছিল করুক! দুর্নীতি থেকে প্রধানমন্ত্রীর সফর, বিস্ফোরক মহঃ সেলিম
-
ঘরে ধারাল ছুরি রাখুন হিন্দুরা, বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের বিরুদ্ধে FIR
-
PMAY: বিজেপির কর্মসূচির আগে সাংসদকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের! রণক্ষেত্র মালদহের হরিশ্চন্দ্রপুর
-
তৃণমূল থেকে এলে সন্দেহ হয় দিলীপের, শুভেন্দুর হাত ধরে অনুব্রত-ঘনিষ্ঠের যোগদানে বার্তা
-
বুথ কমিটি গঠন বিশ বাঁও জলে, বঙ্গের সংগঠন নিয়ে নাড্ডার তোপের মুখে পড়তে পারে বিজেপি
-
Suvendu Adhikari: বীরভূম থেকে দুর্নীতি উপড়ে ফেলার চ্যালেঞ্জ! কেষ্ট তিহারে যাচ্ছে, অনেকেই যাবে, দাবি শুভেন্দুর
-
অনুব্রত-গড়ে তৃণমূলে ভাঙন ধরালেন শুভেন্দু, ‘দলত্যাগী’ বিপ্লবের বিজেপি-যোগে খেলা শুরু
-
এক ইঞ্চি জমি ছাড়া হবে না, বেলাগভি নিয়ে কর্নাটকের সঙ্গে দড়ি টানাটানির মধ্যে প্রস্তাব পাস মহারাষ্ট্র বিধানসভা
-
অনুব্রত-ঘনিষ্ঠ বীরভূমের তৃণমূল নেতা বিজেপির পথে, শুভেন্দুর হাত ধরে যোগদান জল্পনা
English summary
BJP MLA Swapan Majumdar says like Anubrata Mondal against Police in North 24 Pargana.
Story first published: Saturday, December 31, 2022, 20:09 [IST]