বিজেপির শাখা সংগঠন হল ED-CBI! বাঁকুড়ায় গিয়ে শুভেন্দু অধিকারীকে নিশানা শান্তনু সেনের | শান্তনু সেন অভিযোগ ইডি সিবিআই বিজেপি শাখা সংগঠন
Purulia Bankura
oi-Dibyendu Saha

‘ইডি-সিবিআই বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে’, বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। বৃহস্পতিবার বাঁকুড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন। তিনি বলেন, ইডি-সিবিআই-এর স্বচ্ছ্বতা আর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ডাঃ শান্তনু সেন নিজের বক্তব্যের সমর্থনে বলতে গিয়ে বলেন, নারায়ণ রানের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ছিল, ইডি তদন্ত করছিল। কিন্তু তিনি বিজেপি যোগ দিলেন ও কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরই সেই তদন্ত বন্ধ গেল।

এমনকী হেমন্ত বিশ্বশর্মার ক্ষেত্রেও তাই। বিজেপিতে যোগ দিয়ে আসামের মুখ্যমন্ত্রী হওয়ার পর সব তদন্ত বন্ধ। সিবিআই-র এফআইআর-এ শুভেন্দু অধিকারীর নাম থাকা সত্ত্বেও তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। এই অবস্থায় ইডি-সিবিআই-এর স্বচ্ছতা আর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে বলে তিনি জানান।
অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ন্যাশানাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট অনুযায়ী নিরাপদ রাজ্য পশ্চিমবঙ্গ। বিজেপি শাসিত রাজ্য গুলি পশ্চিমবঙ্গের চেয়ে অনেক পিছিয়ে আছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, এই রিপোর্ট তো রাজ্য সরকার তৈরি করেনি।

কুড়মি আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ২০১৭ সালে রাজ্য বিধানসভায় কুড়মিদের দাবির বিষয়টি পাশ করে কেন্দ্রের কাছে পাঠানো আছে। এখন ওই বিষয়টি কেন্দ্রের বিবেচনাধীন। যাত্রাপথে কুড়মিদের সঙ্গে এবিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথাও বলেছেন বলে জানিয়েছেন তিনি।
তৃণমূল সাংসদ শান্তনু সেন এদিন উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় সুষমা খানের সঙ্গে দেখা করেন। তাঁদের বাঁকুড়া শহরের বাড়িতে গিয়ে তাঁকে তৃণমূলের তরফে সংবর্ধনা জানান। এদিন শান্তনু সেন ছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার, প্রাক্তন বিধায়ক অরূপ খান-সহ আরও অনেকে।
English summary
ED-CBI is a branch organization of BJP alleges TMC MP Santanu Sen
Story first published: Thursday, May 25, 2023, 13:36 [IST]