বাসক পাতার রস ম্যাজিকের মতো দূর করে সর্দি-কাশি-জমা কফ, জেনে নিন ব্যবহারের সঠিক নিয়ম| know the The correct way to use basak leaves to get relief from cough and cold – News18 Bangla
হাওড়া: বাসক পাতা বেশিরভাগ সময়ই ভুল ভাবে ব্যবহার করে মানুষ, ফলে যথাযথ উপকার মেলেনা। সর্দি-কাশি হলে বাসক পাতার রস ম্যাজিকের মতো কাজে দেয়। সর্দি-কাশি কমানোর পাশাপাশি বাসক পাতার আরও হাজার উপকারিতা হয়েছে। বুকে জমা কফ তরল করে ব্রঙ্কাইটিস সারায় বাসক পাতা। পাশাপাশি, বাসক পাতা যক্ষা, হুপিং কাশি ও টিউবারকিউলোসিস রোগেও দারুন উপকারি।
জ্বরের সঙ্গে সর্দি-কাশি দেখা দিলে এক চা-চামচ মধু, এক চা- চামচ তুলসী পাতার রস ও এক চা-চামচ বাসক পাতার রস মিশিয়ে খেলে আরাম পাবেন। বাসক পাতার ওষধি গুণ শ্বাসনালী প্রশস্ত করতে সাহায্য করে। ফলে শ্বাসকষ্ট বা হাপানি থেকে উপশম পাওয়া যায়। আবহাওয়া পরিবর্তনের সময় গলা ব্যথা হয় অনেকের। এই সমস্যার ক্ষেত্রেও বাসক পাতার রস দারুন কার্যকরি।
তবে বেশিরভাগ ক্ষেত্রেই ভুল উপায়ে ব্যবহার করা বাসক পাতা। বহু ক্ষেত্রে দেখা যায় সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও হাঁপানি থেকে মুক্তি পেতে বাসক পাতার রস ফুটিয়ে সিরাপ করে খাওয়ার প্রবণতা দেখা যায়। বাসক পাতার রস গরম করার ফলে উপকারি গুণ নষ্ট হয়ে যায়। ফলে যথাযথ ফল মেলে না। এ’বিষয়ে ডঃ শক্তিপদ ঘোষ জানালেন, ” বাসক পাতা থেকে যথাযথ উপকার পেতে পাতা প্রথমে পরিষ্কার করে ধুয়ে, রস বের করে নিতে হবে। রস কোনওাবেই ফোটাবেন না।”
রাকেশ মাইতি
আপনার শহর থেকে (হাওড়া)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Basak Leaves