বাড়ির পাশেই আমবাগানে ঝুলছিল দেহ, নদিয়ার হাঁসখালিতে বিজেপির বুথ সভাপতির রহস্যমৃত্যু | নদিয়ার হাসখালিতে বিজেপি নেতার রহস্যমৃত্যু
Nadia Murshidabad
oi-Bahni Sanyal Dutta

পঞ্চায়েত ভোটের আগে নদিয়র হাঁসখালিতে বিজেপি নেতার রহস্যমৃত্যু। বাড়ির পাশের আমবাগানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার দেহ। মৃত বিজেপি নেতার নাম নকুল হালদার। মৃতের পরিবারের দাবি তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল।
গাজনা গ্রামপঞ্চায়েতের ২২৮ নম্বর বুথের সভাপতি ছিলেন তিনি। ইতিমধ্যেই এই নিয়ে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ পঞ্চায়েত ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস। সেকারণেই খুনের রাজনীতি শুরু করেছে তারা।

মঙ্গলবার বিকেলে জমিেত কাজ করতে যাচ্ছি বলে বাড়ি খেরে বেরিয়েছিলেন তিনি। তারপর আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বাড়ির পাশের একটি আম বাগানে। পরিবারের লোকের অভিযোগ তাঁকে মেরে খুন করে আম বাগানের মধ্যে দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। মৃতদেেহর পা ভাঙা ছিল বলে দাবি করেছে পরিবার।
এদিকে আবার পরিবারের লোক অভিযোগ করেছেন, বিজেপি কর্মী হওয়ায় দীর্ঘদিন ধরেই হুমকির মুখে পড়তে হচ্ছিল তাঁকে। ইতিমধ্যেই পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের িরপোর্ট হাতে পেলে পরবর্তী পদক্ষেপ তাঁরা করবেন বলে জানিয়েছে পরিবার।
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমনি অধিকারী। পঞ্চায়েত ভোটের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে খুনের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পুরোটাই ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করেছেন তাঁরা।
English summary
BJP leader mystry death