বাজারে এল টন টন বাংলাদেশের ইলিশ মাছ, কিভাবে চিনবেন আসল পদ্মার ইলিশ? জেনে নিন..
সোমবার থেকেই রাজ্যে ঢুকতে শুরু করেছে বাংলাদেশের ইলিশ। পেট্রাপোল সীমান্ত দিয়ে দু’টি ট্রাকে প্রায় বারো টন ইলিশ এসে পৌঁছেছে। ফিশ ইমপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, অতুলচন্দ্র দাস জানিয়েছেন, ‘কাল থেকেই বাজারে মিলবে পদ্মার ইলিশ। বারাসত, পাতিপুকুর, বাঘাযতীন, বেহালা বাজারে পাওয়া যাবে। দাম বলা মুশকিল ৷’