বাঁকুড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে চোর-চোর স্লোগান! চরম অস্বস্তিতে শাসকদল | অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁকুড়াতে চোর চোর শ্লোগান শুনতে হল
Purulia Bankura
oi-Kousik Sinha

দলের ‘নব জোয়ার’ কর্মসূচীতে যোগ দিয়ে এবার ‘চোর চোর স্লোগান শুনতে হলো তৃণমূলের সেকেণ্ড ইন কমাণ্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার রাতে বাঁকুড়ার খাতড়ার কর্মসূচী সেরে ছাতনার কমলপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাত কাটানোর কথা রয়েছে। সেই মতো খাতড়া-বাঁকুড়া রাজ্য সড়ক ধরে তাঁর কনভয় এগিয়ে যাচ্ছিল। আর তা যাওয়ার পথে ইন্দপুরের বাংলা জয়েন্ট মোড়ে ভীড়ের মধ্য থেকে কেউ বা কারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকে।

যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। যদিও তাঁর কনভয় এসব উপেক্ষা করেই গন্তব্যের দিকে এগিয়ে যায়। বিষয়টিকে গুরুত্ব না দিয়ে উপস্থিত মানুষের উদ্দেশ্যে হাত নাড়াতে নাড়াতে এগিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এই ঘটনায় চরম অস্বস্তিতে শাসকদল। যদিও এবিষয়ে তৃণমূল নেতৃত্ব ‘স্পিকটি নট’। কেউই এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে রাজি নন।
যদিও বিষয়টিকে নিয়ে ময়দানে নেমে পড়েছে বিজেপি, একের পর এক কেলেংকারিতে তৃণমূলের একাধিক বিধায়ক-মন্ত্রী গ্রেফতার হয়েছেন। নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। যা নিয়ে তীব্র অস্বস্তি। কড়া ভাষায় তৃণমূলকে আক্রমন শানাচ্ছে বিজেপি সহ বিরোধীরা।
Salute to the people of Bankura Indpur .
They have called a spade a spade.
Openly they have addressed Abhishek Banerjee as Coal, Cow Thief.
Chor Chor slogan was shouted on his face. pic.twitter.com/mf6d2kJv2a
— Tarunjyoti Tewari (@tjt4002) May 23, 2023
বলে রাখা প্রয়োজন, পঞ্চায়েত নির্বাচনের আগে নবজোয়ার কর্মসূচি প্রকল্পে একের পর এক জেলায় ঘুরে বেড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো বাঁকুড়াতে রয়েছেন তিনি। যদিও মাঝ পথে ‘নবজোয়ার’ কর্মসূচি স্থগিত রেখে সিবিআই জেরার মুখোমুখি হয়েছেন তিনি। যদিও সোমবার সেই বাঁকুড়াতেই ফিরে গিয়েছেন।
আর সেখানে ফিরে গিয়েই কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও এক হাত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ইডি-সিবিআই লাগিয়ে খুব খুশি? তাঁকে কতবার ডাকবে? পাঁচবার-ছ’বার…। সোনামুখীতে বলে গিয়েছিলেন ক্ষমতা থাকলে গ্রেফতার করুক।
-
নবজোয়ার কর্মসূচিতে ফের বাঁকুড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজর সুপ্রিম কোর্টেও
-
কেন রুজিরা-মেনকাকে গ্রেফতার করছে না CBI? চাপ বাড়িয়ে ‘পাপিষ্ঠ’ অভিষেককে নিশানা শুভেন্দুর
-
অভিষেককে ‘রয়্যাল’ কটাক্ষ! একইসঙ্গে বিজেপি ও তৃণমূলকে নিশানা মহঃ সেলিমের
-
দুর্নীতি ঢাকতে ঢাল সিভিক ভলান্টিয়ার! লুটের জন্য টিকিট নিয়ে কোন্দল, শাসক শিবিরে দ্বন্দ্বে প্রতিক্রিয়া অধীরের
-
মদন মিত্রের পাশে প্রদেশ সভাপতি! তিনি চোর নন প্রমাণে সুপ্রিম কোর্টে, অভিষেককে নিশানা অধীরের
-
নব জোয়ারের যাত্রাপথ এগোচ্ছে তিহাড়ের দিকে! CBI জিজ্ঞাসাবাদে অভিষেকের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া শুভেন্দুর
-
প্রায় ১০ ঘন্টা জেরার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে সেটিং তত্ত্ব! নিশানায় বারে বারেই শুভেন্দু অধিকারী
-
পোষা কুকুর নয়, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো CBI-কে মোকাবিলা! জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য, দাবি অভিষেকের
-
অভিষেককে জেরার দিনেই, শহরে ED তৎপরতা, পার্থ ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি
-
নিজাম প্যালেসে সিবিআইয়ের মুখোমুখি অভিষেক, দ্বারস্থ হলেন সুপ্রিম কোর্টেও
-
সিবিআইয়ের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কার্যত ‘দুর্গে’ নিজাম প্যালেস
-
তৃণমূলের নবজোয়ারে অভিষেককে আটকালে জেলায় জেলায় যাবেন মমতা, পরিকল্পনা পাকা
English summary
people shouted calling chor chor to Abhishek Banerjee in Bankura
Story first published: Wednesday, May 24, 2023, 0:22 [IST]