ফেসবুক লাইভে সাকিবকে খুনের হুমকি ! কলকাতায় কালীপুজোর অনুষ্ঠানে অংশ নিয়ে বিপাকে বাংলাদেশি অলরাউন্ডার – News18 Bangla

#ঢাকা: কলকাতার একটি কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে ভালমতোই অস্বস্তিতে পড়েছেন বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ৷ সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে তাঁকে নানাভাবেই হেনস্থা করা হচ্ছিল ৷ কিন্তু এবার ফেসবুকে খুনের হুমকি পেলেন সাকিব ৷ রবিবার বেশি রাতে সিলেটের এক যুবককে দেখা গিয়েছে হাতে ধারালো অস্ত্র নিয়ে ফেসবুক লাইভে সাকিবকে হত্যা করার কথা ঘোষণা করতে ৷

কলকাতায় কালী পুজোর উদ্বোধন করতে যাওয়ার ‘অপরাধ’-এ সাকিবকে কুপিয়ে টুকরো টুকরো করে হত্যার কথা বলে ওই যুবক। সঙ্গে অকথ্য গালিগালাজও করে সে ৷ রবিবার রাত ১২.০৭ মিনিটে ফেসবুক লাইভে এসে সাকিবকে মারার কথা বলতে থাকে অভিযুক্ত যুবক ৷ তার বক্তব্য ছিল, ‘‘ সাকিবের উচিৎ পাকিস্তানি ক্রিকেটারদের দেখে শেখা ৷ তারা নিজের ধর্মকে সবার ওপরে রাখে ৷ ’’

সাকিব অবশ্য জানিয়েছেন, কলকাতার ওই কালীপুজোর মণ্ডপে উদ্বোধন তিনি করেননি ৷ করেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ তিনি অনেক পরে ওই অনুষ্ঠানে গিয়ে পৌঁছন ৷ জানা গিয়েছে, ওই যুবকের নাম মহসিন তালুকদার। সিলেটের শাহপুর তালুকদার পাড়ার বাসিন্দা। রাতের পর ভোর ৬টার দিকে ফের লাইভে আসে ওই ব্যক্তি। রাতের নিজের ওই ভিডিওর জন্য প্রথমে দুঃখ প্রকাশ করলেও সাকিবকে গোটা দেশের কাছে ক্ষমা চাওয়ার কথাও বলে ওই যুবক ৷ পুলিশ অভিযুক্তের খোঁজে নেমেছে ৷

Published by:Siddhartha Sarkar

First published:

Tags: Shakib Al Hasan

Source link

Read also  'আমার কালীপুজোর উদ্বোধন যাওয়াটাই ঠিক হয়নি', বলে ক্ষমা চাইলেন সাকিব আল হাসান