ফের প্রচুর বাজি উদ্ধার! বাজি কাণ্ডে নয়া রহস্য-ভেদ

দক্ষিণ দিনাজপুর : এগরা ,বজবজ সহ মালদায় একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় নড়েচড়ে বসলো দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় আচমকাই বাজির গুদাম গুলোতে হানা দেয় দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। এদিন বালুরঘাটের বিভিন্ন দোকানে তল্লাশি চালায় পুলিশ। বালুরঘাট বড় বাজারে এলাকার একটি দোকান থেকে প্রচুর অবৈধ ভাবে মজুত রাখা বাজি বাজেয়াপ্ত করে বালুরঘাট থানার পুলিশ। আটক করা হয় রূপায়ণ দত্ত নামে এক ব্যক্তিকে।

এদিকে , গতকাল মঙ্গলবার রাত্রিতে হরিরামপুর বাজার এলাকার একটি দোকানে অবৈধভাবে আতশবাজি রাখার অভিযোগে দুজনকে গ্রেফতার করে হরিরামপুর থানার পুলিশ। সেখানে প্রায় ১৪ কেজি আতশবাজি উদ্ধার করা হয়। রমেন গুপ্তা এবং সৌম্য গুপ্তা নামে দুই ব্যক্তিকে অবৈধভাবে আতশবাজি রাখার অভিযোগে গ্রেফতার করে হরিরামপুর থানার পুলিশ।
রাজ্যের বিভিন্ন বাজি কারখানায় এবং গুদামে আগুন লাগার ঘটনা এবং বিস্ফোরণের ঘটনার পরেই সতর্ক দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশ।

আরও পড়ুন: মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিক! প্রথম দশে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রদের জয়!

আরও পড়ুন:

দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বিজিন কৃষ্ণা জানান, দক্ষিণ দিনাজপুর জেলায় কোনো বাজী কারখানা নেই। কিন্তু, কেউ অবৈধভাবে বাজী মজুদ রেখেছে কিনাতা দেখতে প্রশাসন, দমকল এবং পুলিশ আধিকারিকদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

সুস্মিতা গোস্বামী

Published by:Piya Banerjee

First published:

Tags: Firecracker, Police, South Dinajpur News

Source link

Read also  DA Protest: 'রাতে পুলিস কী করে দেখে ব্যবস্থা নেব', ধরনার দাবিতে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ