পারদ পতনের পূর্বাভাস আবহাওয়া দফতরের, Weather update of Kolkata
মরশুমের শীতলতম দিন
মরশুমের শীতলতম দিন কাটাচ্ছে কলকাতা। আজ শহরের তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের নীচে রয়েছে। কুয়াশার চাদরে মুখ ঢেকেই ঘুম ভেঙেছে শহরকলকাতার। ছুটির আমেজে রয়েছে গোটা শহর। বড়দিনের ছুটিতে তেমন জমিয়ে শীত উপভোগ করতে পারেনি শহরবাসী। গরমেই কেটেছে বড়দিন। এক কথায় বলতে গেলে উষ্ণতম বড়দিন কাটিয়েছে শহরবাসী। কিন্তু বুধবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছিল। তাপমাত্রা নামতে শুরু করে বৃহস্পতিবার থেকে। শুক্রবার এক ধাক্কায় অনেকটাই পারদ পতন হয়েছে। ১৪ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে তাপমাত্রার পারদ।

তুষারপাতের পূর্বাভাস
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও পারদ পতন শুরু হয়েছে। বুধবারেই ডুয়ার্সে বক্সা পাহাড়ে শিলাবৃষ্টিতে তুষারপাত হয়েছে। তারপর থেকেই দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াঙের তাপমাত্রা নামতে শুরু করে হু হু করে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং সহ সিকিমে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হালকা বৃষ্টি হতে পারে। তারপরেই তুষার পাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙে এবার পর্যটকে ঠাসা। কাজেই তুষারপাত হলে পর্যটকরা ভীষণভাবে উপভোগ করবেন।

সিকিমে তুষারপাত
ইতিমধ্যেই সিকিমের বেশ কিছু জায়গায় তুষারপাত শুরু হয়ে গিয়েছে। লাচুং, লাচেনে তুষারপাত হয়েছে। আগামীকালও সিকিমের উঁচু জায়গা অর্থাৎ নর্থ সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙের সান্দাকফুতেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। নতুন বছরের শুরুতেই উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পয়ের আকাশ কুয়াশাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

১ তারিখ থেকে বাড়বে পারদ
তবে শীতের পারদ ফের উর্ধ্বমুখী হতে শুরু করবে ১ জানুয়ারি থেকে বা ২ জানুয়ারি থেকে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ উর্ধ্বমুখী হলেও উত্তরবঙ্গে কিন্তু পারদ পতনের ধারা জারি থাকবে। কাজেই তাপমাত্রার এই পারদ পতন আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে দেখা যাব। রাতের দিকে তাপমাত্রা আরও ২ ডিগ্রি নামবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।