পঞ্চায়েত ভোটের আগে বিজেপির ওবিসি মোর্চার কার্যক্রম বাংলায়, পরিকল্পনা ২৪-এরও | পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির ওবিসি মোর্চার কার্যক্রম ঘোষণা সুকান্ত মজুমদারের

West Bengal

oi-Sanjay Ghoshal

Google Oneindia Bengali News

পঞ্চায়েত ভোট দুয়ারে কড়া নাড়ছে। তার আগে বিজেপি নামছে ময়দানে। বিজেপির পক্ষ থেকে ওবিসি মোর্চার কার্যক্রম ঘোষণা করা হয়েছে। ৬ থেকে ১৪ এপ্রিল ন’দিনব্যাপী বিজেপি-ওবিসি মোর্চার বিশেষ কার্যক্রম চলবে। মোদী সরকার ওবিসিদের জন্য কী কী ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তা প্রচার করে পঞ্চায়েতে ফায়দা তুলতে চাইছে বিজেপি।

শুধু আসন্ন পঞ্চায়েত ভোটই নয়, বছর ঘুরলেই ২০২৪-এর লোকসভা নির্বাচন। এই নির্বাচনের আগে বিজেপি ওবিসি ভোটকে নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন। মোদী সরকারের ইতিবাচক পদক্ষেপের পাশাপাশি রাজ্য সরকার কী কী নেতিবাচক পদক্ষেপ নিয়েছে, তাও প্রচার করা হবে বিজেপির ওবিসি মোর্চার পক্ষ থেকে।

পঞ্চায়েত ভোটের আগে বিজেপির ওবিসি মোর্চার কার্যক্রম বাংলায়

ওবিসি মোর্চার অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অংশ নেবেন। সুকান্ত মজুমদার এদিন সাংবাদিক বৈঠকে এই বিষয়ে বলেন, বিজেপির কর্মসূচি যেহেতু রাজ্যের পুলিশ প্রশাসন বাধা দেবে নিশ্চিত। আমরা সেই বাধাকে জয় করে এই কর্মসূচি সফল করতে বদ্ধপরিকর।

এদিন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এছাড়াও বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া দেন। তৃণমূলকে কটাক্ষ করেন। সংখ্যালঘু ভোট ফেরাতে তৃণমূল যে বিশেষ এক শ্রেণির নেতৃত্বকে গুরুত্ব দিয়েছেন, কিন্তু যাঁরা দলটা তৈরি করেছিল, তাঁদের গুরুত্ব দেওয়া হয়নি। তাই ফিরহাদ হাকিমদের পরিবর্তে সিদ্দিকুল্ল চৌধুরী, মোশারফ হোসেনরা গুরুত্ব পাচ্ছেন।

উল্লেখ্য, তৃণমূলের রদবদলে সিদ্দিকুল্লা চৌধুরী ও মোশারফ হোসেনদের গুরুত্ব দেওয়া হয়েছে। আর ফিরহাদ হাকিমকে হাওড়া ও হুগলির দায়িত্ব ফিরিয়ে দিলেও, তাঁর রাশ কোথাও একটা টানার চেষ্টা করা হচ্ছে। সুকান্তের কথায়, দলের অনুমতি নিয়ে কথা বলতে বলা হচ্ছে তাঁকে। ভাইপোর অনুমতির পর গলার চাবি খুলতে পারবেন ফিরহাদ।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অখিলেশ যাদবের বৈঠকের পর তৃতীয় ফ্রন্ট নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। বিজেপি-বিরোধী এই জোট গঠনের চেষ্টাকে সুকান্ত মজুমদার সোনার পাথর বাটি বলে ব্যাখ্যা করেন। তিনি বলেন, সিপিএম ছাড়া তৃতীয় জোট হবে কী করে। প্রকাশ করাত বা ইয়েচুরির সঙ্গে মমতা হাত ধরে আয় তবে সহচরী গাইতে পারবেন?

Read also  IAF in Saudi Arabia: পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে সৌদি আরবের মাটি ছুঁল ভারতের আট সামরিক বিমান

সুকান্ত মজুমদার বলেন, ২০১৯-এ ইউনাইডেট ফ্রন্ট গড়ে তোলার কথা বলেছিলেন। তখন তো সবাই হাত ধরাধরি করেছিলেন। আসলে কে কার হাত দেবে। সবার মনের মধ্যে প্রধনমন্ত্রী হওয়ার বাসনা ছিল। মনে হচ্ছিল, থার্ড ফ্রন্ট প্রতিমাসে একজন করে প্রধানমন্ত্রী দেবে। কিন্তু সেই অস্থিরতা ভারতবাসী চায় না। প্রধানমন্ত্রী পদ অলরেডি অকুপায়েড বাই পিএ নরেন্দ্র মোদী।

English summary

Sukanta Majumdar announces BJP’s new plan before Panchayat Election and 2024 Lok Sabha Election.

Story first published: Saturday, March 18, 2023, 18:47 [IST]

Source link