নদী থেকে বালি, পাথর তোলার লিজ নবীকরণের দাবি! ৩ দিন সময়, বড়সড় আন্দোলনের হুমকি। Locals warn of starting movement if sand mine lease is not renewed in Siliguri   – News18 Bangla

শিলিগুড়ি: গত জানুয়ারি মাস থেকে বন্ধ বালি, পাথর তোলা। বন্ধ উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতলের নদী ঘাট। নতুন করে লিজ নবীকরণ করেনি প্রশাসন। সেই সুযোগেই অবৈধভাবে নদী থেকে বালি, পাথর তুলছে একশ্রেণির দালালরা, অভিযোগ এমনই।

রাতের অন্ধকারে বালি, পাথর চুরি হচ্ছে বলে অভিযোগ। বিরোধীদের অভিযোগ, শাসকের প্রভাবশালী নেতাদের মদতেই প্রতি রাতে শিলিগুড়ির মহানন্দা, বালাসন, মাঞ্জা নদী থেকে অবাধে বালি, পাথর চুরি যাচ্ছে। বার বার প্রশাসনকে জানিয়েও সুরাহা মেলেনি বলে অভিযোগ।  সম্প্রতি রাতের অন্ধকারে বালি চুরি করতে গয়ে মাটি ধসে শিলিগুড়ির বালাসন নদীতে মৃত্যু হয় তিন নাবালকের। তা নিয়ে কম রাজনৈতিক চাপানউতোর হয়নি। পরস্পরকে বিঁধতে ছাড়েনি শাসক ও বিরোধীরা।

আরও পড়ুন: বজ্রবিদ্যুৎ-শিলাবৃষ্টি-ঝড়ের প্রবল দুর্যোগ জেলায় জেলায়, কাটবে না গোটা সপ্তাহেও! আবহাওয়ার বড় খবর

ওই এলাকার বাসিন্দাদের রুটিরুজি বলতে নদী থেকে বালি, পাথর তোলা। সামনেই বর্ষা। ফের বন্ধ হবে ঘাট। তার আগে দ্রুত ঘাট খোলার দাবীতে সরব বালাসন নদী সংলগ্ন পাথরঘাটা এলাকার বাসিন্দারা। নদী শ্রমিক ঐক্যের নামে এক সংগঠনের ছাতার তলায় আজ মাটিগাড়া বিডিও অফিসে বিক্ষোভ দেখায় তারা। ৩ দিনের মধ্যে ঘাট না খুললে জাতীয় সড়ক অবরোধ সহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: নামেই আইটি পার্ক, এখন সেখানে চলে অবৈধ কাণ্ডকারখানা! চিন্তা বাড়ছে পুলিশের

তাদের দাবি, জানুয়ারি থেকে ঘাট বন্ধ থাকায় পেটে টান পড়ছে। সংগঠনের সদস্য করুণা বর্মন বলেন, তিন মাস ধরে নদী ঘাট বন্ধ। বিকল্প উপার্জনের পথ খোলা নেই। আজ বিডিও, ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক এবং মাটিগাড়া থানায় একযোগে স্নারকলিপি দেওয়া হল। আগামী তিন দিনের মধ্যে ফয়সালা না হলে বৃহত্তর আন্দোলন ছাড়া পথ নেই। কেননা রসদ শূন্য প্রতিটি বাড়িতে।

অন্যদিকে মাটিগাড়ার বিডিও শ্রীবাস বিশ্বাস জানান, জেলাশাসকের মাধ্যমে রাজ্যের কাছে এই দাবি পাঠানো হবে। কিছু কারণে লিজ নবীকরণ হয়নি। শীর্ষ কর্তাদের সিদ্ধান্ত এলে ঘাট খুলে যাবে। কেন লিজ নবীকরণ আটকে? বিডিও জানান, শীর্ষ আধিকারিকেরাই তা বলতে পারবেন।

Tags: Siliguri

Source link