ধেয়ে আসছে কালবৈশাখী! আগামী পাঁচদিনের বঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে | আবহাওয়া অফিসের পূর্বাভাস বাংলায় ধেয়ে আসছে বজ্র-বিদ্যুৎসহ কালবৈশাখী, বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গে আগামী দুদিন শিলবৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গে দার্জিলিংয়ের পাশাপাশি শিলাবৃষ্টি হয়েছে সিকিমেও। আবহাওয়া দফতরের পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও শিলাবৃষ্টি হবে। ঝড় ও বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে। মালদহ ও দুই দিনাজপুরেও বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। ঝোড়ো হাওয়াও বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

কালবৈশাখী বিক্ষিপ্তভাবে সব জায়গায় হবে

কালবৈশাখী বিক্ষিপ্তভাবে সব জায়গায় হবে

আলিপুর হাওয়া অফিসের পক্ষ থেকে অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ১৭ মার্চ উত্তরবঙ্গে বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বইবে। ১৮ ও ১৯ মার্চ উত্তরবঙ্গে শুধু বৃষ্টি হবে। এই কালবৈশাখী বিক্ষিপ্তভাবে সব জায়গায় হবে বলে জানিয়েছেন তিনি। দক্ষিণবঙ্গজুড়ে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া

ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে শুধু সুন্দরবনে ঝড় ও বৃষ্টি হয়েছে এদিন। বুধবার বিকেলে ঝড় ও বৃষ্টি হয়। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারও বৃষ্চির পূর্বাভাস রয়েছে সুন্দরবনে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে।

শিলাবৃষ্টিও হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে

শিলাবৃষ্টিও হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে

আবহাওয়া দফতর জানিয়েছে, ১৭ মার্চ অর্থাৎ শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। সেইসঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তবে এই বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতি থাকবে ওই ৩০ থেকে ৪০ কিলোমিটার ঘণ্টায়।

১৭ থেকে ২০ মার্চ কেমন থাকবে আবহাওয়া

১৭ থেকে ২০ মার্চ কেমন থাকবে আবহাওয়া

হাওয়া অফিস আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গে ১৮ ও ১৯ মার্চ অর্থাৎ শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। সেইসঙ্গে ঝড়ো হাওয়াও বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে। ২০ মার্চ অর্থাৎ সোমবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে।

দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে কালবৈশাখী হবে ২০ মার্চ

দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে কালবৈশাখী হবে ২০ মার্চ

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আপাতত ২০ মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে এই কালবৈশাখী হবে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল এবং উপকূলবর্তী জেলাগুলোতে ১৮ ও ১৯ মার্চ ঝড় ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই কালবৈশাখীতে বজ্রপাতের সম্ভাবনাও বেশি এবং তার জন্য হাওয়া অফিস থেকে সতর্ক করে দেওয়া হয়েছে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা আগামী কয়েকদিন কমবে

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা আগামী কয়েকদিন কমবে

হাওয়া অফিস আরও জানিয়েছে এই ঝড়বৃষ্টির জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা আগামী কয়েকদিন ২ থেকে চার ডিগ্রি কমতে পারে। ফলে গরমের দাপট চৈত্রের শুরুতে একটু কম থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। তবে বিক্ষিপ্তভাবে ঝড় ও বৃষ্টি আগামী পাঁচদিন চলতেই থাকবে। বজ্রপাত থেকে সাবধান থাকতে সতর্ক করা হয়েছে বারবার।

Read also  নতুন বউকে আশীর্বাদ করে খেতে বসলেন আমন্ত্রিতরা, তার পরেই ঘটল সর্বনাশা কাণ্ড, West Midnapore News After the wedding dinner invitees health problem goes on. | south-bengal

Source link