দিনের পর দিন মর্গে যুবতীদের মৃতদেহের সঙ্গে যৌন সঙ্গম, গ্রেফতার ঢাকার হাসপাতাল কর্মী
# ঢাকা: পাশবিক! দিনের পর দিন হাসপাতালের মর্গে যুবতীদের মৃতদেহের সঙ্গে যৌন সঙ্গম করত সহকারী ডোম! নক্কারজনক ঘটনার সাক্ষী বাংলাদেশের রাজধানী ঢাকা। সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গের সহকারী ডোম, ২০ বছর বয়সি মুন্না ভগতকে গ্রেফতার করেছে সিআইডি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল হাসপাতালের মর্গের প্রধান ডোম জতন কুমার লালের ভাগনে মুন্না ভগত। গত ২ বছর ধরে মামার সহকারী হিসেবে মর্গে কাজ করত মুন্না। বৃহস্পতিবার, মৃত যুবতীদের সঙ্গে সঙ্গমের অভিযোগে মুন্নাকে গ্রেফতার করেছে সিআইডি।
সিআইডি সূত্রে জানা গিয়েছে, তদন্তে সামনে এসেছে অনন্ত এমন ৫টা রাত, যখন মৃতদেহর সঙ্গে মর্গে যৌন সঙ্গম হয়েছে, এবং সেই সময়ে মর্গে মুন্না ছাড়া আর কেউ উপস্থিত ছিল না। মুন্নাকে গ্রেফতার করার পর তার ডিএনএ টেস্ট করা হয়, পরীক্ষায় দেখা যায় যুবতীদের মৃতদেহে যে শুক্রাণু মিলেছিল, তা মুন্নার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dhaka