দার্জিলিং মেলে চুরি প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যের ব্যাগ, সিপিএমের নথিও ছিল

বাম জমানার প্রাক্তন মন্ত্রী। শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। শিলিগুড়ি থেকে কলকাতা যাচ্ছিলেন তিনি। চেপেছিলেন দার্জিলিং মেলে। ছিলেন এসি কামরায়। এদিকে শিয়ালদহে ট্রেন থামলে তিনি দেখেন ব্যাগটি নেই। এদিকে সেই ব্যাগের মধ্য়ে তাঁর ১০ হাজার টাকা, মোবাইল. এটি এম কার্ড ও দলের নানা নথি ছিল। সব খোয়া গিয়েছে। এই ঘটনায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ। এদিকে বাম আমলে রাজ্য়ের একেবারে প্রথম সারির মন্ত্রী ছিলেন তিনি। এখনও শিলিগুড়ির রূপকার হিসাবে তাঁর নাম উচ্চারিত হয়। সেই অশোক ভট্টাচার্যের কাছ থেকে ব্যাগ খোয়া যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবে শোরগোল পড়েছে।

তিনি শনিবারই শিয়ালদহ জিআরপিতে অভিযোগ জানিয়েছেন। তবে শুধু অশোক ভট্টাচার্য নয়, ওই কামরায় একাধিক যাত্রীর ব্যাগ চুরি গিয়েছে। এনিয়ে যাত্রীদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। দার্জিলিং মেলের মতো ট্রেনে এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। রাতের অন্ধকারে এই ঘটনা হয়েছে বলে মনে করা হচ্ছে। 

প্রাক্তন বাম  মন্ত্রীর দাবি এসি টু টায়ারে যদি এই ধরনের ঘটনা হতে পারে তবে বাকি কামরায় কী হবে? ট্রেনে নিরাপত্তা বলে কিছু নেই।

বর্ষীয়ান বাম নেতার দাবি একটি ব্যাগে মধ্যে টাকাপয়সা, মোবাইল, দলের কিছু নথি রাখা ছিল। তিনি ট্রেনে স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু ভোরবেলা ঘুম ভাঙতে তিনি দেখেন ব্যাগ উধাও। চারদিকে খোঁজাখুঁজি করেও সেই ব্যাগের খোঁজ মেলেনি। মনে করা হচ্ছে বর্ধমান থেকে শিয়ালদা র মধ্য়ে এই ঘটনা হয়েছে। তবে টিটির সহায়তায় শেষ পর্যন্ত জিআরপির কাছে অভিযোগ দায়ের করেন প্রাক্তন বাম মন্ত্রী। ট্রেনের অন্য়ান্য যাত্রীরাও এই ঘটনায় ক্ষুব্ধ। 

এদিকে উত্তরবঙ্গে যে কয়েকটি ট্রেনে যাত্রীরা সবথেকে বেশি যাতায়াত করেন তার মধ্যে অন্যতম দার্জিলিং মেল। এই ট্রেনের যাত্রী স্বাচ্ছন্দ্য যাতে ঠিকঠাক থাকে তার প্রতি খেয়াল রাখে রেলকর্তৃপক্ষ। কিন্তু সেই ট্রেনে এই ধরনের ঘটনাকে ঘিরে ক্ষোভ ছড়িয়েছে। জিআরপি আপাতত স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ দেখে পরিস্থিতি খতিয়ে দেখার চেষ্টা করছে। কিন্তু এটি কামরায় সাধারণত বহিরাগতরা বড় একটা ওঠেন না। তবে কি যাত্রীদের মধ্য়ে কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত? নাকি যাত্রী সেজে কোনও দুষ্কৃতী ট্রেনে উঠেছিল? 

Read also  নিছক 'ডিফেন্স শো' নয়, 'এরো ইন্ডিয়া' এখন বিশ্বের প্রতিরক্ষাবাজারের সর্বশ্রেষ্ঠ অংশীদার; গর্বিত প্রধানমন্ত্রী...Prime Minister made the comments in his address after inaugurating the fourteenth edition of Aero India at the Yalahanka Air Force station complex on the outskirts of Bengaluru Karnataka

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Source link