তৃণমূল বিধায়কের বিদ্রোহ মমতার বিরুদ্ধেই! পঞ্চায়েত ভোটের আগেই কি দলত্যাগের সম্ভাবনা | সংখ্যালঘু বিধায়ক আবদুল করিম চৌধুরীর বিদ্রোহ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, পঞ্চায়েত নির্বাচনের আগে ভাঙ জল্পনা

বিধায়ক গর্জে উঠলেন খোদ মমতার বিরুদ্ধেই

শুক্রবার কালীঘাটে বিধায়কদরে বৈঠকে তিনি যোগ না দিয়ে ফাটল আরও তীব্র করে দিলেন। বেসুরো বিধায়ক আবদুল করিম চৌধুরী এবার গর্জে উঠলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই। তিনি আক্ষেপ করেই বলেন, যাঁকে দেখে দলটা করতাম, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই দলীয় কোন্দল রুখতে কোনো ব্যবস্থা নেননি।

‘বলে কাজ হয়নি, শুনতে কেন যাবো’

‘বলে কাজ হয়নি, শুনতে কেন যাবো’

তিনি আরও অভিযোগ করেন, কালীঘাটে যে বৈঠক ডাকা হয়েছে, সেখানে বলার কোনো জায়গা নেই। শুধু শুনতে হবে। নেতৃত্ব যা বলবেন তা শুনে আসতে হবে। কিন্তু দীর্ঘদিন ধরে যেটা বলে আসছি, তার কোনো সুরাহা হয়নি। তাই এই বৈঠকে যাওয়ার প্রয়োজন তিনি মনে করেননি।

বিধায়ক আরও জল্পনা বাড়ালেন

বিধায়ক আরও জল্পনা বাড়ালেন

মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে না গিয়ে তৃণমূলের সংখ্যালঘু বিধায়ক আবদুল করিম চৌধুরী আরও জল্পনা বাড়ালেন। তাহলে কি পঞ্চায়েত নির্বাচনের আগেই ভাঙন ধরতে চলেছে উত্তর দিনাজপুরে। উত্তর দিনাজপুর এককালে ছিল কংগ্রেসের শক্ত ঘাঁটি। প্রিয়রঞ্জন দাশমুন্সির জেলায় কি তবে কংগ্রেস আবার উত্তরণ ঘটাতে পারবে তৃণমূলের গৃহযুদ্ধের সুযোগ নিয়ে?

বিদ্রোহী তকমা সেঁটে দিলেন নিজের নামে

বিদ্রোহী তকমা সেঁটে দিলেন নিজের নামে

ছ-মাস আগে প্রথম বিধায়ক আবদুল করিম চৌধুরী ক্ষোভ উগরে দিয়েছিলেন দলের বিরুদ্ধে। তিনি আশায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিহিত নিশ্চয় করবেন। কিন্তু দল কোনো ব্যবস্থা না নেওয়ায় নিজের নামের আগে বিদ্রোহী তকমা সেঁটে দিলেন আবদুল করিম চৌধুরী।

বৈঠকের গুরুত্ব নিয়ে প্রশ্ন বিধায়কের

বৈঠকের গুরুত্ব নিয়ে প্রশ্ন বিধায়কের

দিন চারেক আগে তিনি বলেন, দল ছাড়ছি না। তৃণমূলের বিধায়কই থাকছি। তবে এখন থেকে আমি তৃণমূলের বিদ্রোহী বিধায়ক। তাঁর এই বার্তার পর এদিন আরও জল্পনা বাড়িয়ে দিলেন কালীঘাটের বৈঠকে না গিয়ে। একইসঙ্গে তিনি বৈঠকের গুরুত্ব নিয়েও প্রশ্ন তুলে দিলেন।

কংগ্রেস ঘাঁটিতে তৃণমূলে বিদ্রোহ বাড়ছে

কংগ্রেস ঘাঁটিতে তৃণমূলে বিদ্রোহ বাড়ছে

সম্প্রতি সাগরদিঘি নির্বাচনে হার মানতে হয়েছে তৃণমূলকে। তৃণমূল কংগ্রেস প্রার্থীকে হারিয়ে মুর্শিদাবাদের মাটিতে কংগ্রেস বিজয় নিশান উড়িয়েছেন। এক ঘাঁটিতে আবার ফিরে আসার রাস্তা তৈরি করতে সম্ভবপর হয়েছে কংগ্রেস, আর এক কংগ্রেস ঘাঁটিতে বিদ্রোহ দানা বাঁধছে বাংলার শাসক দলের বিরুদ্ধে।

সংখ্যালঘু বিধায়ক বেসুরো, চিন্তার ভাঁজ তৃণমূলের

সংখ্যালঘু বিধায়ক বেসুরো, চিন্তার ভাঁজ তৃণমূলের

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তর দিনাজপুর তৃণমূলে ক্রমশই ফাটল চওড়া হচ্ছে। ব্লক সভাপতি ও বিধায়ক আবদুল করিম চৌধুরীর কোন্দল নিয়ে এখন জোর চর্চা জেলার রাজনীতিতে। রাজ্য রাজনীতিও উত্তাল জেলা তৃণমূলের এই ফাটল নিয়ে। সম্প্রতি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় হারতে হয়েছে, তারপর এক সংখ্যালঘু বিধায়ক বেসুরো হওয়ায় কপালে চিন্তার ভাঁজ তৃণমূলের।

Read also  SSC Scam: 'সমাজের সঙ্গে বেইমানি', সুবীরেশের জামিন খারিজ! SSC কাণ্ডে চরম ক্ষুব্ধ হাইকোর্ট

Source link