ডিসেম্বর সাসপেন্স! শুভেন্দু বললেন, ‘আগামী কয়েকদিনের মধ্যেই…’

#নন্দীগ্রাম: রাজ্য রাজনীতিতে ‘ডিসেম্বর সাসপেন্স’। বেশ কিছুদিন ধরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে শোনা গিয়েছিল ডিসেম্বর মাসে বড় কিছু হতে চলেছে। কয়েকদিন আগেই শোনা গিয়েছিল ডিসেম্বর মাসের তিনটি তারিখের কথা উল্লেখ করেছিলেন শুভেন্দু। রবিবারও ফের একই কথা শোনা গেল বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর মুখে।

শুভেন্দু অধিকারী বলেন, ‘দেখতে থাকুন। দেখতে থাকুন। এই সরকার এমনিতেই চলছে না। আগামী কয়েকদিনের মধ্যে যে যে বিষয়গুলো সামনে আসবে, তাতে এই সরকার আরও কোণঠাসা হবে। তৃণমূলের আরও দুর্নীতি প্রকাশ্যে আসবে। এই সরকার আরও অর্থনৈতিকভাবে দেউলিয়া হবে। যারা কয়লা, বালি, শিক্ষক নিয়োগ সহ নানান দুর্নীতির সঙ্গে জড়িত, তারা অনেকেই জেলের ভেতরে যাবে’। এই মন্তব্যের মাধ্যমে ফের একবার ‘ডিসেম্বর সাসপেন্স’ জিইয়ে রাখলেন শুভেন্দু অধিকারী।

রবিবার নন্দীগ্রামের গোকুলনগরে বিজেপির পঞ্চায়েত কর্মী সম্মেলন উপলক্ষে উপস্থিত হন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কর্মী সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। ডিসেম্বর মাসে কী হবে, সেই সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, ‘দেখতে থাকুন। দেখতে থাকুন…।’ আদৌ কী হবে, সেই বিষয়টি খোলসা করেননি বিরোধী দলনেতা।

আরও পড়ুন, তৃণমূলের কেউ কোনও ক্ষতি করতে পারবে না’, শুভেন্দুর ডিসেম্বর হুঁশিয়ারি উড়িয়ে দিলেন পার্থ

সম্প্রতি শুভেন্দু অধিকারী কলকাতায় স্পষ্ট করে তিনটি তারিখের উল্লেখ করে বলেছিলেন, ‘ডিসেম্বরের ১২, ১৪ এবং ২১ এই তিনটে দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওয়েট এন্ড ওয়াচ।”

আরও পড়ুন, তৈরি রাখা হচ্ছে হাসপাতাল, চিনে ফের চোখ রাঙাচ্ছে করোনা! আক্রান্ত হতে পারে কয়েক লক্ষ

রবিবারও নন্দীগ্রামে সেই সাসপেন্স জিইয়ে রাখলেন শুভেন্দু। আদৌ তিনি খোলসা করে বললেন না, ডিসেম্বরের এই তিনটে তারিখে আদৌ কী হতে চলেছে।

Published by:Suvam Mukherjee

First published:

Read also  last minute suggestion of madhyamik 2023 – News18 Bangla

Tags: BJP, STATE GOVERNMENT, Suvendu Adhikari, TMC

Source link