ডালখোলা থেকে উদ্ধার বেআইনি নকল বিদেশি মদ | illegal liquor seized at dalkhola – News18 Bangla
উত্তরবঙ্গ: পাচার হচ্ছিল বিপুল পরিমাণ বিদেশি জাল মদ। ঠিক সময়ে ধরা পড়ে গেল পুলিশের হাতে। বমাল সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক ছোট একটি গাড়ি। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার অসুরাগড় ৩১ নম্বর জাতীয় সড়ক এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁরা গোপন সুত্রে খবর পান, ছোট একটি গাড়ি করে বিপুল পরিমাণ মদ বিহারে পাচার করার চেষ্টা করছে পাচারকারীরা। খবর পাওয়া মাত্রই ডালখোলা থানার মহম্মদ পুর এলাকায় নাকা চেকিং শুরু করেন তাঁরা। নাকা চেকিং চলাকালীন দেখা যায়, একটি টাটা সুমোতে সওয়ার ২জন পুলিশকে দেখে পালানোর চেষ্টা করছে।
আরও পড়ুন: বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক জেনে ফেলেছিল! ছোট ভাইকে খুন করে টুকরো টুকরো করল দিদি
আরও পড়ুন: ঘর থেকে মাকড়সা তাড়িয়ে দিলেই মিলবে কড়কড়ে টাকা! ভাইরাল সোশ্যাল মিডিয়ার পোস্ট
এরপর ওই গাড়িটির পিছু করে ডালখোলা থানার পুলিশ। পরে অসুরাগড় এলাকার বেরিয়ারে ধাক্কা মারে গাড়িটি। পালানোর চেষ্টা করলেও পুলিশ গাড়িটিকে তাড়া করে ধরে ফেলে। গাড়িটিকে থামানোর পরেই দেখা যায় গাড়িটিতে বিপুল পরিমাণ বিদেশি জাল মদ বোঝাই করা রয়েছে। গাড়িতে থাকা দুই পাচারকারীকে গ্রেফতার করে ডালখোলা থানার পুলিশ।
ঘটনায় ছোটো গাড়িটিকেও আটক করা হয়েছে। ধৃতেরা হলেন মুকেশ কুমার পার্সি (৩০), প্রিন্স কুমার (১৮)। ধৃতরা বিহারের থমা বাজার এলাকার বাসিন্দা।
চঞ্চল মোদক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।