জীতেন্দ্র তেওয়ারির গ্রেফতারি প্রসঙ্গে বিস্ফোরক লকেট – News18 Bangla

দক্ষিণবঙ্গ: কম্বল বিতরণের সময় কোথায় ছিল পুলিশ? বিজেপির অনুষ্ঠান বলেই কি পুলিশ ছিল না? পূর্ব বর্ধমানে এমনই প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। রবিবার জীতেন্দ্র তেওয়ারির গ্রেফতারি প্রসঙ্গে তাঁর মতামত জানতে চাওয়া হলে, এই মন্তব্য করেন বিজেপি সাংসদ লকেট।

রবিবার পূর্ব বর্ধমানের মেমারির কৃষ্টি প্রেক্ষাগৃহে দলীয় বৈঠকে যোগ দিতে এসেছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সেখানে দলের জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। মূলত, এদিন পঞ্চায়েত নির্বাচনের আগে পর্যালোচনা বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।

আরও পড়ুন: এক বছরে ৩ কোটি টাকারও বেশি জরিমানা আদায় করে তাক লাগিয়ে দিলেন ৩ TC, আপনি টিকিট কাটেন তো?

সেই সময়ই তিনি প্রশ্ন তোলেন জিতেন্দ্র তেওয়ারির গ্রেফতারির প্রসঙ্গে। কম্বল বিতরণ অনুষ্ঠানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে লকেট বলেন, “যে কোনও মৃত্যুই দুঃখজনক। উনি মানুষের কল্যাণের জন্যই কম্বল বিতরণ করছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুলিশ কোথায় ছিল। পুলিশের কাজ মানুষের সুরক্ষা দেওয়া। বিজেপির অনুষ্ঠান বলেই কি পুলিশ ছিল না?তৃণমূলের ছোট  ছোট অনুষ্ঠানেও ছড়িয়ে ছিটিয়ে পুলিশ থাকে। তাঁকে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে।”

এদিন অনুব্রত মণ্ডল ইস্যুতেও কড়া মন্তব্য করেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বলেন, “অনুব্রত মণ্ডল ও তার শাগরেদরা গ্রেফতার হয়েছে। এবার আসল মাথাকে গ্রেফতার করার পালা। ইডি দ্রুত তদন্ত করে আসল মাথাদের গ্রেফতার করে সত্যটা সামনে আনুক। এটাই আমরা চাই।”

আরও পড়ুন: ব্লকে ব্লকে ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে! ফোনের লাউডস্পিকারেই মুর্শিদাবাদের নেতাদের ‘ক্লাস’ নিলেন মমতা

অন্যদিকে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্যজুড়ে  দুর্নীতিই যে বিজেপির মূল শ্লোগান হতে চলছে তাও পরিষ্কার করেন লকেট। তিনি বলেন, “এই দুর্নীতির বিরুদ্ধে বিজেপির কর্মীরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত নির্বাচন লড়বে।”

বিজেপি সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের আগে এখন থেকেই গ্রামীণ এলাকায় বিভিন্ন পথসভা, জনসভা করার পরিকল্পনা নিয়েছে বিজেপি। সেখানে শিক্ষক নিয়োগে দুর্নীতি সহ সাম্প্রতিককালে যেসব দুর্নীতি নিয়ে রাজ্য সরগরম সেইসব তথ্য তুলে ধরার ওপর জোর দেওয়া হবে। এই সব কর্মসূচিতে জেলা নেতাদের সঙ্গে রাজ্য নেতৃত্বও উপস্থিত থাকবে।

Source link