চোর বললেও ভয় পাবেন না, বুক চিতিয়ে তৃণমূল করুন, ভোকাল টনিক দিলেন মমতা

‘তৃণমূল চোরের দল।’ বিরোধীদের অনেকেই কথায় কথায় ইদানিং এভাবেই কটাক্ষ করছেন শাসকদলকে। এনিয়ে চরম অস্বস্তিতে তৃণমূলের একাংশ। ঘনিষ্ঠ মহলে এনিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করছেন। কিন্তু তৃণমূল স্তর থেকে ধাপে ধাপে সকলেই তাকিয়ে থাকেন, এনিয়ে কী বার্তা দিচ্ছেন নেত্রী।আর সেই বহু প্রতীক্ষিত বার্তা এল শুক্রবার। দল সূত্রে খবর পার্টির বিশেষ বৈঠকে খোদ নেত্রী আশ্বাস দিয়ে জানিয়ে দেন, চোর বললে ভয় পাবেন না। বুক চিতিয়ে তৃণমূল করুন। আর খোদ নেত্রীর মুখে একথা শুনে নেতারা বুকে বল পেয়েছেন কি না সেটা এখনও জানা যায়নি। তবে নেত্রীর কথাকে শিরোধার্য করে বাড়ি ফিরে গিয়েছেন নেতৃত্ব। 

কেন্দ্রীয় এজেন্সি তদন্তে নেমে একের পর এক তৃণমূলের প্রভাবশালী নেতাকে জালে পুরে ফেলেছে। এমনকী দলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্য়াও জেলে। বিধায়ক মানিক ভট্টাচার্যও জেলে। আবার গরু পাচার মামলায় একেবারে দিল্লিতে কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে দিন কাটাচ্ছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের মতো নেতারাও এখন জেলে। সেই পরিস্থিতিতে শান্তনুর বিরুদ্ধে পোস্টারও পড়ছে এলাকায়। লেখা থাকছে, শান্তনু চোর। তবে এবার এই চোর বিশেষণকে পাত্তা দিতে বারণ করলেন খোদ মমতা। এমনকী সেই সঙ্গেই জানিয়ে দিলেন বুক চিতিয়ে তৃণমূল করুন। 

তবে সূত্রের খবর, তৃণমূল নেত্রী এদিন জানিয়েছেন, দুর্নীতি তদন্ত নিয়ে আদালতে বিচার চলছে। আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করি না। সিপিএম, কংগ্রেস, বিজেপি একজোট হয়ে অপপ্রচার করছে। ওরা হাত মিলিয়েছে। কিন্তু কোনও চিন্তা করবেন না। আপনারাও হাতে হাত মিলিয়ে কাজ করুন। সূত্রের খবর এভাবে দুর্নীতি প্রসঙ্গে মন্তব্য করেছেন মমতা। 

এদিকে দুর্নীতি নিয়ে নাকি জিরো টলারেন্স নীতি নিচ্ছে তৃণমূল। এদিনও কালীঘাটের বৈঠকের পরে দলের নেতৃত্ব একথা জানিয়ে দেন। কিন্তু সেটাই যদি বাস্তবে হয় তবে অনুব্রত মণ্ডল কেন এখনও দলের জেলা সভাপতির পদে রয়েছেন সেই প্রশ্নের উত্তরে অবশ্য় সরাসরি কোনও জবাব নেই তৃণমূল নেতৃত্বের কাছে। কেন কুন্তলকে দল থেকে বহিষ্কার করতে এত সময় লাগল সেই প্রশ্নেরও সদুত্তর মিলছে না। 

Read also  জমি বিতর্কের মধ্যেই শান্তিনিকেতন ছাড়লেন অমর্ত্য সেন! যাওয়ার সময় ঝরল একাধিক আক্ষেপ , Amartya sen leaves shantiniketan amid controversy over land with visva bharati

তবে যেভাবে পাড়ায় পাড়ায় চোর চোর আওয়াজ উঠেছে তাতে দলের নেতাদের অনেকের মনোবলই বেশ তলানিতে। সেই পরিপ্রেক্ষিতে এবার মমতার ভোকাল টনিকে কতটা কাজ হয় সেটাই দেখার। 

আর শুভেন্দু অধিকারী বলেন, আমার কাছে খবর আছে ওটা চোরেদের গেট টুগেদার ছিল। 

 

Source link