‘চোর কে তো চোর বলবেই’, বাঁকুড়ায় অভিষেককে দেখে স্লোগানকে সমর্থন দিলীপের | অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর স্লোগান দিয়ে ভুল কিছু বলেনি
West Bengal
oi-Bahni Sanyal Dutta

গতকাল বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচিতে চোর চোর স্লোগান দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। এই নিয়ে সকালেই মন্তব্য করেছেন রাজ্যের সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ।
তিনি বলেছেন, সবই চলছে এর আগেও বিভিন্ন নেতারা চোর স্লোগানের সম্মুখীন হয়েছেন যেখানে বাজি ফেটেছিল বিস্ফোরণ ঘটেছিল সেখানেও এই স্লোগান দেয়া হয়েছিল সারা সমাজে হচ্ছে চোর কারা সবাই জেনে গেছে যে কোন ভাবে বাঁচার চেষ্টা করছেন তারা, জরিমানাও দিতে হচ্ছে চোরকে চোর বলার মত অপরাধ কি আছে।

এদিন দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট নিয়ে নিশানা করেছেন। তিনি বলেছেন, ‘যখন যুগ্ম অধিবেশন হয় তখন ও বয়কট করা হয় লোকসভায়। যারা বলছেন মোদী কেন উদ্বোধন করবেন মোদী হচ্ছেন লোকসভার নেতা রাষ্ট্রপতি তো ওইখানে আমন্ত্রিত যখন ওইখানে লাইব্রেরি উদ্বোধন হয়েছে রাজীব গান্ধী গিয়েছিলেন যখন ওখানে এনএক্স বিল্ডিং উদ্বোধন হয়েছে তখন ইন্দিরা গান্ধী গিয়েছেন তখন এই টিএমসির লোকেরাই কংগ্রেসের ছিলেন প্রতিবাদ করেননি।’
দিলীপ ঘোষের আরও অভিযোেগ, ‘আজকে কেন এই ধরনের নতুন পরম্পরা শুরু হয়েছে সমাজ থেকে এরা ব্রাত্য হয়ে গেছেন তাই মুখ লুকানোর চেষ্টা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন যারা বয়কট করছেন আগামী নির্বাচনে মানুষ তাদের বয়কট করবেন।’ প্রসঙ্গত উল্লেখ্য রাষ্ট্রপতিকে না দিয়ে প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন তাতে প্রবল আপত্তি জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস।
এদিন বাজি কারখানা নিয়েও সরব হয়েছেন তিনি। সৌগত রায়ের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন , দিলীপ ঘোষ বলেছেন, ‘সৌগত রায় বড় বিজ্ঞানী ওনার ৭৫ বছর বয়স হয়েছে দেখেছেন কোনদিন গরমে বোমা ফেটে যায় এই বছর হঠাৎ করে এত বোমা ফাটছে কেন এত বছর ধরে তো ফাটেনি, কার ফাটবে বোঝা যাবে ভবিষ্যতে।

করে এত বোমা ফাটছে কেন এত বছর ধরে তো ফাটেনি, কার ফাটবে বোঝা যাবে ভবিষ্যতে।
দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন, ‘জানিনা আমি এই সময় বাজি কারখানাগুলোতে বাজি তৈরি করে মজুদ করে রাখে গরমে নষ্ট হয় না যখন উৎসব আসে তখনই এই বাজিগুলো বিক্রি করা হয়। বেশিরভাগই জায়গায় বাড়ি বাড়িতেই তৈরি হয় আমি গিয়েছি চম্পাহাটি এবং চিংড়ি পোতা এখানে বাজি তৈরিতে বাড়ি বাড়ি মহিলারা কাজ করেন। ‘
‘মুর্শিদাবাদের দেখা যায় বাড়ি বাড়িতে মহিলারা বিড়ি তৈরি করেন, এইখানে বাড়ি বাড়িতে লোকেরা বাজি তৈরি করে বাড়ির সামনে উঠোনে শুকোচ্ছে তারপরে প্যাকেজিং করে রেখে দেয় যে বাজির বাক্স গুলো পুলিশ বাজেয়াপ্ত করছে সেগুলো দীর্ঘদিন ধরে মজুদ করে রাখা, যদি বেআইনি হত তাহলে প্রথমেই আটকানো উচিত ছিল।’
-
দিলীপ কেন গরহাজির অমিত-সকাশে, বঙ্গ বিজেপির সমীকরণ নিয়ে জোর জল্পনা রাজ্য রাজনীতিতে
-
শেক্সপিয়র নিয়ে আলোচনা করেন, কিন্তু কাজে ‘ব্রাত্য’! সমালোচনা-বিভ্রান্ত করাই কাজ, তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের
-
‘মমতা সত্যিকে ফেস করতে ভয় পান’, কেরল স্টোরি নিষিদ্ধ করা নিয়ে নিশানা দিলীপ ঘোষের
-
২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে ‘অন্য খেলা’ শাসকের! দিলীপ ঘোষকে বেউড় বাঁশের কথা স্মরণ করালেন বাঁকুড়ার তৃণমূল নেতা
-
তৃণমূলে এমন জোয়ার, ব্যালট বক্স ভেসে যাচ্ছে! অভিষেকের ৪০ আসনের ডাক নিয়ে অঙ্ক কষলেন দিলীপ ঘোষ
-
তৃণমূলে নবজোয়ার আনতে গিয়ে মনখারাপ অভিষেকের, কেন একথা বললেন দিলীপ ঘোষ
-
পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠ রুখতে ‘ট্রিটমেন্ট’ দরকার তৃণমূলের, বিজেপিকে পরামর্শ দিলীপের
-
জঙ্গলের বাঘ-হাতির থেকেও ভয়ঙ্কর তৃণমূল! মোদীর পিছনে কাঠি দিলে উদ্ধব-নীতীশ-মমতা হবে, বললেন দিলীপ
-
রাজ্যের পরিস্থিতি আফগানিস্তান বা সিরিয়ার মতো! অনুব্রত তিহাড়ে আরও অনেককেই সঙ্গে পাবেন, কটাক্ষ দিলীপের
-
পার্টির লোককে সামলাতে পারছেন না! ২০২৬-এ অভিষেকের টার্গেট নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের
-
তালিকা আরও দীর্ঘ হবে! অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের গ্রেফতারিতে ভবিষ্যদ্বাণী দিলীপ ঘোষের
-
মমতার তৃণমূল উঠে গিয়েছে, কটাক্ষ অভিষেককে! মুখ্যমন্ত্রীর সঙ্গে হরকিষেণ সিং সুরজিতের তুলনা দিলীপ ঘোষের
English summary
Dilip Ghosh coment on Abhishek Banerjee