চিঠি-মামলা নিয়ে আরও গভীরে সিবিআই! অভিষেকের পর এবার জেরা কুন্তলকে | অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য মিলিয়ে দেখতে কুন্তল ঘোষ প্রেসিডেন্সি সংশোধনাগার জেরা সিবিআই

West Bengal

oi-Dibyendu Saha

Google Oneindia Bengali News

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে নয় ঘন্টার বেশি জেরার পর এবার কুন্তল ঘোষকে জেলে গিয়ে জেরা করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এদিন দুপুর তিনটের সময় পৌঁছে যান প্রেসিডেন্সি জেলে। সূত্রের খবর অনুযায়ী, আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুন্তল ঘোষের বয়ান মিলিয়ে দেখেন।

জিজ্ঞাসাবাদে সিবিআই আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দিচ্ছিলেন বলে হেস্টিংস থানায় চিঠি দিয়েছিল কুন্তল ঘোষ। যা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর, কুন্তল ঘোষকে ফের জেলে গিয়ে জেরা করতে চাইছিল সিবিআই। এক্ষেত্রে অভিষেক বন্দোপাধ্যায়ের সঙ্গে কুন্তলের ঘোষের বয়ান মেলাতে চাইছিল সিবিআই।

চিঠি-মামলা নিয়ে আরও গভীরে সিবিআই

কুন্তল ঘোষকে ফের জেরা করার জন্য মঙ্গলবার আলিপুর আদালতের দ্বারস্থ হয় সিবিআই। আদালত মঙ্গলবার সেই আবেদন মঞ্জুর করে। আবেদন মঞ্জুর হওয়ার পরের দিনেই অর্থাৎ বুধবার কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা তিনটের সময় প্রেসিডেন্সি জেলে পৌঁছে যান কুন্তলকে জেরা করার জন্য।

গত শনিবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানা সাড়ে ৯ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এরপর কুন্তল ঘোষকে জেরার প্রয়োজন হয়ে পড়ে। কেননা সেই চিঠি কুন্তল ঘোষ নিজে লিখেছিলেন কিনা, নাকি তাঁকে চাপ দিয়ে লেখানো হয়েছিল তা জানতে চান সিবিআই আধিকারিকরা।

চিঠি-মামলা নিয়ে আরও গভীরে সিবিআই

প্রেসিডেন্সি সংশোধনাগারে বসে বিচারক ও হেস্টিংস থানায় অভিযোগ পত্র দিয়ে কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থার বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ করেছিলেন কুন্তল ঘোষ। প্রসঙ্গত শহিদ মিনারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, হেফাজতে থাকার সময় মদন মিত্র, কুণাল ঘোষকে তাঁর নাম নিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এরই প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি ও সিবিআই। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। হাইকোর্টে মামলার এজলাস বদল হলেও বিচারপতি অমৃতা সিনহা জানান, অভিষেককে জেরা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

English summary

CBI questions Kuntal Ghosh in letter case to compair Abhishek Banerjee’s comments in presidency jail

Source link