ঘূর্ণিঝড়…! ১৭ রাজ্যে বৃষ্টির হলুদ-কমলা সতর্কতা! প্রবল ঝোড়ো হাওয়া-শিলাবৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে! আবহাওয়ার ‘মেগা’ আপডেট Yellow orange alert of rain in 17 states today Strong wind hail alert know complete details – News18 Bangla

নাগাল্যান্ড, ত্রিপুরা, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিম উত্তর প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পঞ্জাব, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরালা মাহেতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রঝড় হওয়ার সম্ভাবনা।
ঝাড়খণ্ডের অনেক জেলায় ভারী বৃষ্টি ও সেইসঙ্গে প্রবল ঝড়ের পূর্বাভাস।

Source link

Read also  Siliguri murder: বচসার জেরে যুবককে 'খুন', পোড়ানো হল অভিযুক্তের বাইকে, ভাঙচুর হাসপাতালে