গ্রুপ সি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআইয়ের, নাম রয়েছে সুবীরেশ ভট্টাচার্যের | এসএসসি নিয়োগ দুর্নীতিতে গ্রুপ সিতে অতিরিক্ত চার্জশিট জমা করল সিবিআই

সুবীরেশের নামে চার্জশিট

গ্রুপ সি মামলাতে এর আগে এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই। কয়েক দফায় তাঁকে জেরা করেছেন তদন্তকারীরা। আর তাঁকে জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এই সমস্ত তথ্য সিবিআইয়ের তরফে দেওয়া সাপ্লিমেনটারি চার্জশিটে আছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, নিয়োগ দুর্নীতিতে সুবীরেশ কীভাবে জড়িত সে বিষয়টিও উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও তাঁর কত টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তাও উল্লেখ করা হয়েছে এই চার্জশিটে।

একাধিক প্রভাবশালীর নাম

একাধিক প্রভাবশালীর নাম

অন্যদিকে তদন্ত চলছে। একাধিক প্রভাবশালীর নাম সামনে আসতে পারে। এমনটাও জানানো হয়েছে সিবিআইয়ের তরফে জমা দেওয়া অতিরিক্ত এই চার্জশিটে। শুধু তাই নয়, তদন্ত যেভাবে এগোবে সেভাবে আরও চার্জশিট জমা পড়বে বলে জানানো হয়েছে।

সেপ্টেম্বরে প্রথম চার্জশিট

সেপ্টেম্বরে প্রথম চার্জশিট

এর আগে ৩০ সেপ্টেম্বর গ্রুপ সি মামলাতে প্রথম চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যেখানে প্রথমেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। এছাড়াও শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ মোট ১৬ জনের নামে সিবিআইয়ের তরফে এই চার্জশিট জমা দেওয়া হয়েছে। এছাড়াও একাধিক মিডলম্যানের নামও উল্লেখ করা হয়েছে বলেও জানা যাচ্ছে। অর্থাৎ সিবিআইয়ের তরফে দায়ের করা এফআইআরে থাকা সবার নাম চার্জশিটে আছে বলে জানা যাচ্ছে।

একাধিক ধারার উল্লেখ চার্জশিটে

একাধিক ধারার উল্লেখ চার্জশিটে

অন্যদিকে একাধিক ধারার কথাও উল্লেখ করা হয়েছে চার্জশিটে। জানা যাচ্ছে, রয়েছে ১২০ বি অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র, সংগঠিত অপরাধ, ৪২০ অর্থাৎ জালিয়াতি সহ আরও বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে। সেই বিষয়টিও সিবিআইয়ের তরফে দেওয়া চার্জশিট জমা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

হাইকোর্টের নির্দেশে তদন্ত

হাইকোর্টের নির্দেশে তদন্ত

নিয়োগ দুর্নীতির তদন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এই তদন্তে ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিবিআই এবং ইডি। যদিও সুবীরেশ ভট্টাচার্য নিয়োগ দুর্নীতির বিষয়ে অনেকটাই জানেন বলে বারবার দাবি করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি তাঁর মুখ খোলার কথাও বলা হয়েছে। কিন্তুয় আদৌও কি তদন্তে মুখ খুলেছেন? প্রশ্নটা থেকেই যাবে।

Read also  তালিকাতে কেউ জায়গা পাননি! মালদহে আবাস যোজনা ঘিরে বেনজির অভিযোগ

Source link