গরু পাচার মামলায় জাকির হোসেনকে এবার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট | গরু পাচার মামলাতে মমতার প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনকে তলব করল ইডি

জাকির হোসেনের বাড়ি সহ একাধিক জায়গাতে তল্লাশি

গত কয়েকদিন আগেই জাকির হোসেনের বাড়ি সহ একাধিক জায়গাতে তল্লাশি চালায় আয়কর দফতর। দীর্ঘ তল্লাশিতে কয়েকশ কোটি টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। একবার নয়, একাধিকবার বিধায়কের অফিস, বাড়ি সহ একাধিক জায়গাতে তল্লাশি চালায় কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। এমনকি বিধায়ককে তলব করে আয়কর দফতর। যা নিয়ে অস্বস্তি তৈরি হয় তৃণমূলে। আর এর মধ্যেই গরু পাচার মামালতে বিধায়ককে তলব করল ইডি।

ইডির দ্বিতীয় নোটিশ

ইডির দ্বিতীয় নোটিশ

জানা যাচ্ছে, এটি জাকির হোসেনকে দেওয়া ইডির দ্বিতীয় নোটিশ। গত ২রা মার্চ প্রথম নোটিশ যায় তাঁর কাছে। যেখানে গত ৯ মার্চ তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই হাজিরা এড়িয়ে যান তৃণমূল বিধায়ক। আর এরপরেই ফের একবার তাঁকে নোটিশ পাঠান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, গরু পাচার মামলাতে তদন্ত করতে নেমে একাধিক তথ্য হাতে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। যার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল জাকির হোসেনের নামও।

একাধিক ব্যক্তির কাছ থেকে এসেছে

একাধিক ব্যক্তির কাছ থেকে এসেছে

ইডি সূত্রে জানা গিয়েছে, জাকির হোসেনের নাম একাধিক ব্যক্তির কাছ থেকে এসেছে। শুধু তাই নয়, মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর এলাকার বিধায়ক। পাশেই বাংলাদেশ সীমান্ত। যাবতীয় পাচার ওই এলাকা দিয়েই ঘটেছে। এই অবস্থায় জনপ্রিতিনিধি হিসাবে তৃণমূল বিধায়কের বক্তব্য জানতে চান তদন্তকারী আধিকারিকরা। সেই কারণেই তলব বলে জানা গিয়েছে। বেশ কিছু নথি নিয়ে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে বলে জানা যাচ্ছে।

ইডির হাজিরা এড়াচ্ছেন জাকির হোসেন?

ইডির হাজিরা এড়াচ্ছেন জাকির হোসেন?

তবে খুব সম্ভবত ফের একবার ইডির হাজিরা এড়াচ্ছেন জাকির হোসেন। তিনি জানিয়েছেন, শরীর একেবারেই ভালো নেই। বিছানা থেকে ওঠা সম্ভব হয় না । এই অবস্থায় তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে। আর তাই কখনও আয়কর তো কখন ইডিকে এগিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি শাসকদলের।

Read also  mystery shrouds centering twin death in kolkata haridevpur – News18 Bangla

Source link