‘খেলা আমি শেষ করব!’ কুর্মি বিক্ষোভে বিজেপিকেই তির, পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের – News18 Bangla

গোপিবল্লভপুর: কনভয়ে হামলার পরেই এদিন বিরোধীদের উদ্দেশ্য কার্যত চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কনভয়ে হামলার ঘটনার পরেই এদিন গোপিবল্লভপুরে একটি অধিবেশন সভা করেন অভিষেক। তিনি বলেন, “আজ দেখেছেন কীভাবে কুড়মি আন্দোলনের নামে গুন্ডামি, রাহাজানি করেছে। এই বীরবাহা হাঁসদা এখানে বসে আছেন। উনি মন্ত্রী, ওঁনার গাড়ি ভেঙে দিয়েছে। সংবাদমাধ্যমের গাড়ি ভেঙে দিয়েছে। আন্দোলন সবসময় শান্তিপূর্ণ হয়। এভাবে গুন্ডামি, রাহাজানি দিয়ে হয় না। আমি কথা বলতে নেমেছিলাম, পালিয়ে গেল। আজ ভাঙছে, আমাদের কর্মীদের মেরেছে, সংবাদমাধ্যমকে মেরেছে৷ এটা কেমন আন্দোলন? আন্দোলন তো গান্ধীজির থেকে শিখেছি।”

 

অভিষেকের কটাক্ষ, “পাথর মেরে স্মারকলিপি দিতে যান আপনারা। দিলীপ ঘোষ বলছে আপনাদের জামা কাপড় খুলে দেব। আর তখন কি করেন? আমি তো দেখা করতে নেমেছিলাম। আমি বুথ সভাপতিদের বলব, কোনও প্ররোচনায় পা দেবেন না। এরা উত্তেজিত করতে চাইবে। প্ররোচনায় পা দেবেন না। দাবি আপনাদের এক, তাহলে এত গ্রুপ কেন? আসুন না কথা বলতে। এর পেছনে কোন রাজনৈতিক দল, নেতা আছে তা জানি। এই বিক্ষোভের নাটক কারা সংঘটিত করেছে তা খুঁজে বার করব।”

অভিষেক বলেন, “এদের প্ররোচনায় পা দেবেন না। বীরবাহার চালক গুরুতর আক্রান্ত। আমি যখন হাঁটছিলাম তখন দেখলাম মদের বোতল ছুঁড়ছে। আদিবাসী কুড়মি নেতাদের স্টেটমেন্ট দিয়ে জানাতে হবে, তাঁরা এটাকে সমর্থন করে কি না। আগামী ৪৮ ঘন্টায় স্পষ্ট করে না বললে, যে নেতা কর্মীরা যুক্ত আছেন এর সঙ্গে। বিজেপি নেতারা মুখ লুকিয়ে কুর্মি পতাকা হাতে নিয়ে আন্দোলন করেছেন কিনা, তা স্পষ্ট করে জানাতে হবে। এতো জল্লাদদের উল্লাসমঞ্চ। এর দায়িত্ব আমার ওপর ছেড়ে দিন। বিজেপির ক্ষোভ তৃণমূলের ওপর উগড়ে দেব।”

অভিষেক বলেন, “কোন নেতা আছেন সব তথ্য পেয়েছি। মাঠে ময়দানে আছি। জানানোর একটা কায়দা আছে। আমাকে খাম দিন। আমার সঙ্গে মৌখিক কথা বলুন। ক্ষোভ, অভিযোগ শুনতেই তো জনসংযোগ যাত্রা। মাথা আকাশে থাকলেও, মাটিতে পা আছে আমাদের। আমি অভাব অভিযোগ শুনতে তো নিজে রাস্তায় নেমে গেছি। ভদ্রভাবে শান্তি বজায় রেখে করতে পারেন না। আন্দোলন করার অধিকার সবার আছে। আমি আজও বিশ্বাস করি, এর পেছনে আদিবাসী কুর্মি সমাজ নেই। তাই ৪৮ ঘন্টার মধ্যে বিবৃতি দাবি করছি। যোগাযোগ স্পষ্ট করতে হবে। আর না করলে ধরে নেব, এর পেছনে আপনারা আছেন।”

Read also  Cyclone Mocha: কোন দিকে মোখার অভিমুখ? সত্যিই পশ্চিমবঙ্গের উপর দিয়ে দাপিয়ে যাবে ঘূর্ণিঝড় | Cyclone Mocha: সত্যিই কি বঙ্গের উপরেই ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোখা

আরও পড়ুন, নেলকাটারের সঙ্গে কেন দুটো ছোট চাকু থাকে, জানেন কী কী কাজে এগুলি ব্যবহার করতে হয়

আরও পড়ুন, দুর্দান্ত খবর! ৭.৬৫% হারে FD-তে সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, জানুন বিশদে

তিনি আরও বলেন, “বিজেপির উদ্দেশ্য বলছি, আদিবাসীদের পতাকা নিয়ে যাঁরা ভাবছেন ভয় দেখাব। খেলা তুমি শুরু করেছ। খেলা আমি শেষ করব। যাঁরা করেছে, সবাইকে চিহ্নিত করেছি। ৪০০-৫০০ লোক ভাবছে ইট, পাটকেল নামব। প্রশাসন ব্যবস্থা নেবে। আমি এগোচ্ছি, ওরা পিছোচ্ছে। এসটি মহিলার ওপর আক্রমণ করে বলছে এসটি তকমা দাবি করছে। হতাশা থেকে এগুলো করছে।”

Published by:Suvam Mukherjee

First published:

Tags: Abhishek Banerjee

Source link