করোনা সামলেই বাংলাদেশে জমজমাট পুজোর আয়োজন
#ঢাকা: হ্যাঁ, এবারের পুজোটা সত্যিই একেবারেই অন্যরকম৷ আকাশে-বাতাসে পুজোর হাওয়া চললেও, কাশবনে কাশফুলে দোল লাগলেও, মনের মধ্যে করোনা আতঙ্ক যেন এক পাশে সরিয়ে রেখেছে পুজো মুডকে ৷ তাই তো এপার বাংলা থেকে ওপার বাংলা সব জায়গাতেই পুজো মুডের সঙ্গে মিশে গিয়েছে করোনার আতঙ্ক !বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, করোনার বিধি নিষেধ মেনেই গোটা বাংলাদেশ রীতিমতো তৈরি দুর্গাপুজোর জন্য ৷ পাড়ায়, পাড়ায় পুজো প্যান্ডেলও তৈরি শুরু ৷ প্রতিমার গায়েও ফাইনাল রঙের পোচ ৷ সব মিলিয়ে বেশ ব্যস্ত পুজোর সঙ্গে যুক্ত মানুষেরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durga-puja-in-bangladesh-2020