করোনা সামলেই বাংলাদেশে জমজমাট পুজোর আয়োজন

#ঢাকা: হ্যাঁ, এবারের পুজোটা সত্যিই একেবারেই অন্যরকম৷ আকাশে-বাতাসে পুজোর হাওয়া চললেও, কাশবনে কাশফুলে দোল লাগলেও, মনের মধ্যে করোনা আতঙ্ক যেন এক পাশে সরিয়ে রেখেছে পুজো মুডকে ৷ তাই তো এপার বাংলা থেকে ওপার বাংলা সব জায়গাতেই পুজো মুডের সঙ্গে মিশে গিয়েছে করোনার আতঙ্ক !বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, করোনার বিধি নিষেধ মেনেই গোটা বাংলাদেশ রীতিমতো তৈরি দুর্গাপুজোর জন্য ৷ পাড়ায়, পাড়ায় পুজো প্যান্ডেলও তৈরি শুরু ৷ প্রতিমার গায়েও ফাইনাল রঙের পোচ ৷ সব মিলিয়ে বেশ ব্যস্ত পুজোর সঙ্গে যুক্ত মানুষেরা ৷খবর অনুযায়ী, গত বছর ঢাকা শহরে মোট পুজো হয়েছিল ২৩৭ টির মতো ৷ তবে এবারের সংখ্যা অল্প হ্রাস পেয়েছে ৷ অন্যদিকে, চট্টগ্রামে নাকি এবার সবচেয়ে বেশি পুজো হচ্ছে ৷ দিনাজপুর ১২৪৫, গোপালগঞ্জ ১২০৫, টাঙ্গাইল ১১৬০, মৌলভীবাজার ১০৮্৫টি,‌ খুলনা ১০০৮টি, ফরিদপুর ৭৪৫। সারা দেশ থেকেই তালিকা আসছে। আগামী কয়েক দিনের মধ্যে সারা দেশের সর্বমোট তালিকা প্রকাশ করা সম্ভব হবে।তবে সব পুজোই হচ্ছে করোনা বিধি মেনে ৷ করোনার কথা মাথায় রেখেই পুজো মণ্ডপ তৈরি হচ্ছে ৷ করোনার কথা মাথায় রেখেই প্রত্যেক পুজো মণ্ডপে তৈরি হচ্ছে বিশেষ ক্যাম্প ৷ থাকছে বিশেষ মেডিক্যাল সুবিধা ৷ সামাজিক দুরত্বের কথাও মাথায় রাখা হচ্ছে ৷তাই বলা ভালো এপার বাংলার মতো ওপারেও দুর্গাপুজো আনন্দে মাততে চলেছে মানুষ সব রকম সতকর্তা বজায় রেখে ৷

Published by:Akash Misra

First published:

Tags: Durga-puja-in-bangladesh-2020

Source link

Read also  Abhishek Banerjee: কুন্তলের চিঠি মামলায় অস্বস্তিতে অভিষেক, রক্ষাকবচ দিল না হাইকোর্ট