কড়া পাহারায় পরীক্ষায় টোকাটুকি করতে না পারার প্রতিবাদে অবরোধ, ইটবৃষ্টি-সহ ধুন্ধুমার কাণ্ড কলেজপড়ুয়াদেরcollege students showed agitation as they were not allowed to cheat in examination in raninagar of murshidabad – News18 Bangla

রানিনগর  : কলেজে নকল করতে দেওয়া হচ্ছে না। এরই প্রতিবাদে রাস্তা অবরোধ, কলেজ লক্ষ্য করে ইটবৃষ্টি চালাল দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীরা। বুধবার রানিনগর থানার শেখপাড়া জি ডি কলেজের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। রানিনগর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় ২২৯ জনের পরীক্ষা দেওয়ার কথা থাকলেও মাত্র ৭৯জন পরীক্ষা দিয়েছে শেষ পর্যন্ত।

ডোমকলের রমনা বসন্তপুর কলেজের পাস কোর্সের তৃতীয় সেমিস্টারের ছাত্র ছাত্রীর পরীক্ষাকেন্দ্র ছিল রানিনগর শেখপাড়া জি ডি কলেজে। মঙ্গলবার ছিল রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা। অভিযোগ কলেজের শিক্ষকরা খুব ‘কড়া’ গার্ড দিচ্ছেন। পরীক্ষার্থীরা নকল করতে পারছে না। আর এই নিয়ে বুধবার সকালে পরীক্ষা শুরুর আগে বিক্ষোভ দেখাতে শুরু করে। নকল তাদেরকে করতে দিতে হবে-এই দাবি নিয়ে বহরমপুর সাগরপাড়া রাজ্য সড়কের রানিনগরের রথতলায় রাস্তার উপর বসে বিক্ষোভ দেখাতে শুরু করে।

আরও পড়ুন : ভারতের এই বনেই থাকে অস্কারজয়ী হস্তীশাবক ও তার দুই মানুষবন্ধু

রানিনগর থানার পুলিশ এসে তাদের বুঝিয়ে কলেজে পাঠালে তারা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে। কলেজে ঢোকার সময় তাদের দেহ তল্লাশি করতে গেলে বেশ কিছু পরিক্ষার্থী আবারও বিক্ষোভ দেখাতে বসে। কলেজের ভিতর তাদের বোর্ড নিয়ে যেতে হবে বলে দাবি জানাতে থাকে। কলেজ কর্তৃপক্ষ বাধা দিলে এর পরই কলেজ লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে। শিক্ষকদের ঘরেও ঢিল ছোড়া হয়। রানিনগর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন :  ২৩ বছর বয়সে বোনের দিদি হলেন এই অভিনেত্রী! বহু বাধা পেরিয়ে কন্যাসন্তানের জন্ম দিলেন তাঁর ৪৭ বছর বয়সি মা

এরপরেই বেশ কিছু ছাত্র ছাত্রী কলেজে পরীক্ষা দিতে ঢুকলেও অনেকে পরীক্ষা দিতে বসেনি। পরীক্ষার্থী তুফাইল আহম্মেদ সেখ বলেন, ” আমাদের কলেজে বোর্ড নিয়ে ঢুকতে দেয়নি বলে আমরা বিক্ষোভ দেখিয়েছি। আমাদের পরীক্ষা হলে খুব কড়া ভাবে গার্ড দেওয়া হচ্ছে। সেই কারণে আমরা মনোযোগ দিয়ে পরীক্ষা দিতে পারছি না।” পরীক্ষার্থী তহফিক আলম বলেন, ” আগের দিন পরীক্ষায় আমাদের বোর্ড নিয়ে ঢুকতে দেওয়া হয়েছিল। তাহলে আজকের পরীক্ষায় কেন বোর্ড নিয়ে ঢুকতে দেওয়া হল না। এটার প্রতিবাদ জানাতেই কলেজের শিক্ষকরা আমাদের উপর চড়াও হয়ে আমাদের কয়েকজন ছাত্রকে মারধর করে। এরই প্রতিবাদে আমরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাই। “

Tags: Agitation, College, Murshidabad

Source link