এলাকায় নেই কাউন্সিলর, সন্ধানে পোস্টার ডায়মন্ডহারবারে
ডায়মন্ডহারবার: এলাকায় খোঁজ মিলছে না কাউন্সিলরের। আর সেই কাউন্সিলরের সন্ধানে পোস্টার পড়ল ডায়মন্ডহারবারে। ডায়মন্ড হারবার পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার তথা দলের টাউন সভাপতি অমিত সাহার বিরুদ্ধে শহরের একাধিক জায়গায় এই পোস্টার পড়েছে।
এসএসসি গ্রুপ- সি পদে চাকরি খোয়ানোর তালিকায় নাম রয়েছে অমিতের। আদালতের নির্দেশে তালিকা প্রকাশের পর থেকে গত ১০ মার্চ থেকে বেপাত্তা অমিত। ওইদিন থেকে পুরসভায়, জনসংযোগ কার্যালয় ও বাড়িতে পাওয়া যায়নি অমিতকে।
আরও পড়ুন- বাড়িতে বাবার মৃতদেহ! উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দিতে হলে পৌঁছলেন মেয়ে
সাতসকালে পুরসভা চত্বর, ১৩ নম্বর ওয়ার্ডের জলট্যাঙ্ক পাড়ায় অমিতের ছবি দিয়ে দুর্নীতি নিয়ে একাধিক পোস্টার পড়েছে। সেই পোস্টারগুলিতে বোআইনীভাবে চাকরি চুরি, ফকিরচাঁদ কলেজে সোশ্যালের টাকা তছরুপ ও নাগরিক পরিষেবা ব্যহত হওয়ার অভিযোগ তোলা হয়েছে।
ফকিরচাঁদ কলেজের ছাত্র-ছাত্রী বৃন্দ, শিক্ষিত সচেতন নাগরিক বৃন্দ ও ১৩ নং ওয়ার্ডের নাগরিকবৃন্দের পক্ষ থেকে এই পোস্টার দেওয়া হয়েছে। আর যা নিয়ে সরগরম ডায়মন্ডহারবার।
আরও পড়ুন- গরমে যত খুশি ডাবের জল খান! চুল থেকে হার্ট সব থাকবে ঝকঝকে! জানুন
এতকিছুর পরও বৃহস্পতিবার অমিতকে কোথাও দেখতে পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অমিতের বাবা খুবই অসুস্থ। কেউ কথা বলতে রাজি হননি। অমিতও কারুর কোনোও ফোন ধরেন নি।
নবাব মল্লিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: South 24 pargana