একদিনের সফরে এগরায় মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ‘নবজোয়ারে’ও Mamata Banerjee to visit Egra on Saturday

সুতপা সেন: সপ্তাহ দেড়েক পার। বাজি কারখানায় বিস্ফোরণ? পরিস্থিতি খতিয়ে দেখতে এগরায় যাচ্ছেন মু্খ্যমন্ত্রী। যোগ দেবেন তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতেও। কবে? আগামী শনিবার।

ঘটনার সূত্রপাত ১৬ মে, মঙ্গলবার। সেদিন দুপুরে বিকট শব্দে কেঁপে ওঠে এগরা ১ নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকার  খাদিকুল গ্রাম। ভয়াবহ বিস্ফোরণ ঘটে বাজি কারখানায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, গ্রামের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিন্নভিন্ন দেহ। প্রাণ হারান ৫ জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ৭ জন।

আরও পড়ুন: Kolkata High Court Roster: প্রকশিত হাই কোর্টের রোস্টার, জেনে নিন কে শুনবেন কোন মামলা?

যেদিন এগরায় বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে, সেদিনই নিহতদের পরিবার পিছু আড়াই লক্ষ টাকা  ও  আহতদের ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার তিনি নিজে এগরা যাচ্ছেন। কেন? নবান্ন সূত্রে খবর, স্থানীয় বাসিন্দা ও নিহতদের পরিবারের লোকেদের সঙ্গে কথা বলতে চান মুখ্যমন্ত্রী।

এদিকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পর ফের নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন অভিষেক। শনিবার এগরা থেকে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরে শালবনীতে অভিষেকে কর্মসূচিতে যোগ দেবেন মমতা। রাতেই ফিরবেন কলকাতায়।

এর আগে, মালদহে গিয়ে প্রথম ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মমতা। এরপর সিবিআই নোটিশ পেয়ে যখন কর্মসূচির মাঝপথে কলকাতায় ফেরেন অভিষেক, তখনই বাঁকুড়ার পাত্রসায়রে জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রেখেছিলেন তৃণমূলনেত্রী।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 



Source link

Read also  inbook-x1-inbook-x1-pro-laptops-to-launch-in-india-on-december-8 | ওজনে হালকা, ফিচারে ভারি! লঞ্চের আগে জেনে নিন Infinix Inbook X1, Inbook X1 Pro ল্যাপটপ এক ঝলকে – News18 Bangla