একদিনেই আক্রান্ত প্রায় ১ হাজার, রাজ্যে ডেঙ্গির দাপট অব্যাহত – News18 Bangla

#কলকাতা: গত ২৪ ঘণ্টায় আরও কিছুটা বাড়ল ডেঙ্গি আক্রান্তের সংখ্যা৷ ডেঙ্গির বলি হল ৯ বছরের বালক৷ সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়ে গেল৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এ দিনও ডেঙ্গির প্রকোপ কমছে বলেই কৃষ্ণনগরের সভা থেকে দাবি করেছেন৷

রাজ্য স্বাস্থ্য দফতরের খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ডেঙ্গি সন্দেহে রাজ্যে মোট ৭২৮১ জনের রক্ত পরীক্ষা হয়েছে৷ তার মধ্যে ৯৫৬ জনের পরীক্ষার ফল পজিটিভ এসেছে৷ মঙ্গলবার এই সংখ্যাটা ৯৩২৷

আরও পড়ুন: ‘আইন না মানলে টেট বন্ধ!’ পর্ষদের আচরণে ক্ষুব্ধ, হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে অবশ্য ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা প্রকাশ করা হচ্ছে না৷ যদিও প্রত্যেকদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ডেঙ্গি আক্রান্তদের মৃত্যুর খবর আসছে৷ বাদ যাচ্ছে না শিশু, অল্প বয়সিরাও৷ এ দিনও হাওড়ার বাসিন্দা ৯ বছরের একটি বালকের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বাইপাস সংলগ্ন এক হাসপাতালে৷

আরও পড়ুন: ফের শহরে ডেঙ্গির বলি, হাওড়ার ৯ বছরের শিশুর মৃত্যু

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এ দিনও কৃষ্ণনগরের সভায় দাবি করেছেন, রাজ্যে ডেঙ্গির প্রকোপ ধীরে ধীরে কমছে৷ যত শীত পড়বে, তত ডেঙ্গি কমবে বলেও আশ্বস্ত করার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে তিনি সাধারণ মানুষকে সচেতন হওয়ার জন্যও আবেদন জানিয়েছেন৷

ডেঙ্গি পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বেগে রয়েছে রাজ্য সরকার৷ ইতিমধ্যেই ডেঙ্গি পরিস্থিতি নিয়ে গতকাল নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী৷ ডেঙ্গির প্রকোপ যে জেলাগুলিতে বেশি, সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত সার্ভিলেন্স টিমও পাঠানো হচ্ছে৷

Published by:Debamoy Ghosh

First published:

Tags: Dengue

Read also  কনকনে বাতাসে অপরূপ কাঞ্চনজঙ্ঘা, ঘুম উৎসবের রঙিন দার্জিলিঙে পর্যটকদের ভিড়, দেখুন ছবি

Source link