উত্তরবঙ্গ পেতে চলেছে নতুন ই-বাস পরিষেবা, এল বিরাট খবর – News18 Bangla
কলকাতা: নতুন ই-বাসরুটের ঘোষণা৷ উত্তরবঙ্গ পরিবহণ নিগমকে কোচবিহার-দিনহাটা রুটে ই-বাস চালানোর জন্য সবুজ সংকেত দিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী৷ সুনির্দিষ্ট প্রস্তাব পরিবহন দফতরে গেল। চার্জিং স্টেশন সহ ই-বাস কেনার বরাদ্দ চেয়ে সেই আবেদন পাঠানো হয়েছে। উত্তরবঙ্গে প্রথম পাবলিক ই-বাস পরিষেবা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম পরিচালনা করবে।
আরও পড়ুন- বিমান চালানোর সময় পানীয়-গুজিয়া খেয়ে বিপাকে দুই পাইলট ! আপাতত সাসপেন্ড
আরও পড়ুন- শনিবার নিজ রাশিতেই প্রবেশ করতে চলেছেন শনিদেব! এই ৪ রাশির ভাগ্য হবে আলোর মতো উজ্জ্বল
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান, পার্থ প্রতিম রায় জানিয়েছেন, ‘‘আমরা একটি সুনির্দিষ্ট প্রস্তাব পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর মাধ্যমে নির্দিষ্ট দফতরে পাঠিয়েছি৷ যে আমাদের প্রথম পর্যায়ে, উত্তরবঙ্গে কিছু ইলেকট্রিক বাস চালানোর অনুমতি দেওয়া হোক৷ সেই বিষয়টি বিস্তারিত লিখে মাননীয় পরিবহণ মন্ত্রীর সঙ্গে বিশদে কথা হয়েছে৷ তিনি জানিয়েছেন, কয়েকটি ইলেকট্রিক বাস উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমকে দেবেন৷ আমরা নির্দিষ্ট রুটে সেগুলি চালাব৷ কোচবিহার-আলিপুরদুয়ারে হেরিটেজ শহরে ও কোচবিহান দিনহাটা রুটে দু’টি-দু’টি চারটি বাস যাতে আমরা পাই ও একটি চার্জি স্টেশন করার অনুমতি চেয়েছি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: North Bengal