উচ্চ মাধ্যমিকে নজির গড়ল দক্ষিণ দিনাজপুর জেলার চার মেধাবী

দক্ষিণ দিনাজপুর : পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মাথায় প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফল।উচ্চ মাধ্যমিকে দক্ষিণ দিনাজপুর জেলায় হই হুল্লোড়। ফল প্রকাশের পর দেখা যায় দক্ষিণ দিনাজপুর জেলায় মেধা তালিকায় চার জনের নাম রয়েছে। তার মধ্যে মেধা তালিকায় তৃতীয় স্থানে রয়েছে শ্রেয়া মল্লিক।তার প্রাপ্ত নম্বর ৪৯৪। ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। শ্রেয়ার বাড়ি বালুরঘাট শহরের ৪ নং ওয়ার্ডের গার্লস কলেজ পাড়ার বাসিন্দা।

পাশাপাশি,তৃতীয় স্থানে রয়েছে ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অনুশুয়া সাহা।তার প্রাপ্ত নম্বর ৪৯৪। বাড়ি হিলি ব্লকের বাবু পাড়া এলাকায়।
চতুর্থ স্থান অধিকার করেছে ডাঙ্গারহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সৃজিতা বসাক।প্রাপ্ত নম্বর ৪৯৩। বাড়ি কুমারগঞ্জ ব্লকের ডাঙ্গারহাট এলাকায়।অষ্টম স্থান অধিকার করেছে বালুরঘাট হাই স্কুলের ছাত্র সপ্তক দাস।প্রাপ্ত নম্বর ৪৮৯। বাড়ি বালুরঘাট শহরের ১২ নং ওয়ার্ডের রথ তলা নিউ পল্লি এলাকায়।

আরও পড়ুন:  মাধ্যমিকের পর হতাশ করল উচ্চ মাধ্যমিকও! ফল ঘোষণার পরে মন খারাপ জেলাবাসীর

আরও পড়ুন:

উল্লেখ্য, এবছর যাঁরা উচ্চমাধ্যমিকে বসেছিলেন, কোভিড অতিমারীর কারণে তাঁরা ২০২১ সালে মাধ্যমিক দিতে পারেননি। ফলে এটাই ছিল তাঁদের জীবনের প্রথম কঠিন পরীক্ষা। যার পাশের হার চমকপ্রদ বলেই মনে করছে শিক্ষামহল। আগামী ৩১ মে স্কুল থেকে শংসাপত্রের প্রতিলিপি দেওয়া হবে।

সুস্মিতা গোস্বামী

Published by:Piya Banerjee

First published:

Tags: South Dinajpur News, WB Higher Secondary Results 2023

Source link

Read also  Weather alert: শনিবার থেকেই রাজ্য জুড়ে প্রবল দুর্যোগ, চলবে একটানা! কালবৈশাখী-শিলাবৃষ্টিরও সতর্কবার্তা