আদালতে ধাক্কা শুভেন্দু অধিকারীর, মালদহে সভার অনুমতি মিলল না হাইকোর্টে | শুভেন্দু অধিকারীকে কলকাতা হাইকোর্ট মালদহের হবিবপুরে সভার অনুমতি দিল না

West Bengal

oi-Kousik Sinha

  • |
Google Oneindia Bengali News

আদালতে ধাক্কা শুভেন্দু অধিকারীর। মালদহের হবিবপুরে সভার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। আগামী ২৭ মে হবিবপুরে সভা ছিল। সেই সভার অনুমতি কলকাতা হাইকোর্ট আজ বৃহস্পতিবার দিল না। বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল।

দীর্ঘ শুনানি শেষে আদালত বিজেপির আবেদন খারিজ করে দেয়। ফলে বিরোধী দলনেতার সভা নিয়ে জটিলতা থাকল। যদিও এই অবস্থায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ বিজেপি হয় কিনা সেদিকেই নজর সবার। এর আগে পুলিশের তরফেও শুভেন্দু অধিকারীর সভার অনুমতি বাতিল করে দেওয়া হয়।

আদালতে ধাক্কা শুভেন্দু অধিকারীর,

বলে রাখা প্রয়োজন, আগামী ২৭ মে মালদহের হবিবপুরে বিজেপির তরফে সভার আয়োজন করা হয়েছে। আর সেই সভার মুল বক্তাই ছিলেন শুভেন্দু অধিকারী। কেন্দাপুকুর হাইস্কুলের ফুটবল মাঠে এই জনসভার আয়োজন করা হয়। আর সেই সভার জন্যে স্কুলের কাছ থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ নেয় বিজেপি।

সেই মতো বিজেপির তরফে পুলিশের কাছে তা দিয়ে আবেদন জানানো হয়। সম্প্রতি স্থানীয় পুলিশ স্পষ্ট জানিয়ে দেয় যে, নিয়ম মেনে শুভেন্দু অধিকারীর সভার জন্যে বিজেপি আবেদন জানায়নি। এমনকি ১৫ দিন আগে নিয়ম মেনে পুলিশ আবেদন করেনি বলেও অভিযোগ ওঠে।

আর এরপরেই পুলিশের এহেন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। বিচারপতি বিবেক চৌধুরীর অবকাশকালীন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে ১৫ দিন আগে নিয়ম মেনে আবেদন না জানানোর বিষয়টি উঠে আসে।

 ১৫ দিন আগে সভার জণ্যে আবেদন জানানোর কথা জানিয়েছিল

বলে রাখা প্রয়োজন, এর আগে কলকাতা হাইকোর্ট ১৫ দিন আগে সভার জণ্যে আবেদন জানানোর কথা জানিয়েছিল। আর সেই বিষয়টিকে তুলে ধরে রাজ্যের আইনজীবী। দীর্ঘ শুনানি শেষে বিজেপির আবেদন খারিজ করে দেয়। ফলে মালদহে সভার অনুমতি শুভেন্দু অধিকারী পেলেন না।

English summary

High Court rejects appeal of Suvendu Adhikari for doing rally in Malda

Story first published: Friday, May 26, 2023, 0:15 [IST]

Source link