আজ কল্পতরু উৎসব, Today is Kalpataru Utsav
আজ কল্পতরু উৎসব। কুয়াশা মাখা ভোর থেকেই কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের সমাগম শুরু হয়ে গিয়েছে। এই দিনটিতেই শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়ে ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেছিলেন। সেকারণে এই দিনটিতে প্রতিবছর কাশীপুর উদ্যানবাটীতে ভিড়করেন ভক্তরা। আজ দক্ষিণেশ্বর মন্দিরেও কল্পতরু উৎসব উপলক্ষ্যে মানুষ ভিড় করেছেন। দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিয়েছেন ভক্তরা।
ভক্তরা সকাল থেকেই ভিড় করতে শুরু করেছেন কাশীপুর উদ্যানবাটীতে। বছরের প্রথমদিনে ইচ্ছে পূরণের প্রার্থনা নিয়ে চলছে। এবার তিনদিন ধরে চলবে উৎসব। একদিন উৎসব হলে ভিড় বাড়ে সেকারণে এবছর তিনদিন করা হয়েছে উৎসব। করোনার কথা মাথায় রেখেই ভিড় নিয়ন্ত্রণের সবরকম পদক্ষেপ করা হয়েছে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে। কাশীপুর উদ্যান বাটির পাশাপাশি দক্ষিণেশ্বর এবং বেলুড়মঠেও উদযাপন করা হচ্ছে কল্পতরু উৎসব। সেখানেও ভিড় করেছেন ভক্তরা।
বিস্তারিত আসছে…