অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে শুভেন্দু, কোন কারণে মামলা জেনে নিন | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা শুভেন্দু অধিকারীর
West Bengal
oi-Bahni Sanyal Dutta

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মামলা দায়ের করেছেন। নবজোয়ার কর্মসূচির মিছিল কেন জাতীয় সড়কে এই অভিযোগ করে হাইকোর্টে নালিশ ঠুকেছেন শুভেন্দু অধিকারী।
তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচিতে জেলায় জেলায় সফর করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েক সপ্তাহ আগেই উত্তর দিনাজপুরের ইটাহারে এবং মালদহে জাতীয় সড়কের উপরে সভা এবং মিছিল করেছিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। বিরোধী দলনেতার অভিযোগ, জাতীয় সড়কে মিছিল মিটিং করতে গেলে আগে থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে অনুমতি নিতে হয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা করেননি।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ গত ফারাক্কায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল করেছিলেন। জাতীয় সড়ক আইন না মেনেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল করেছিলেন বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। সেকারণেই তিনি জনস্বার্থ মামলা দায়ের করেছেন হাইকোর্টে।

এদিকে শুভেন্দু অধিকারীর মিছিলেন অনুমতি দেয়নি মালদহ প্রশাসন। তাই নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। আগামী ২৭ মে সভা করার কথা ছিল শুভেন্দু অধিকারী। কিন্তু তাতে অনুমতি দেয়নি পুুলিশ প্রশাসন। মালদহ জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ১৫ দিন আগে অনুমতি নেওয়া জরুরি ছিল। তার জন্য। আবেদন করতে হত। কিন্তু শুভেন্দু অধিকারী তা করেননি। সেরকম কোনও আবেদন করেননি শুভেন্দু অধিকারী।
শেষে মালদহের মিছিলের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আজই বিচারপতি বিবেক চৌধুরীর বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে। এর আগে চন্দ্রকোনা এবং সিমলাপালেও শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দেয়নি পুলিশ। শেষে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। ২৪ মে হাওড়াকতেও মিছিল নিয়ে একই জটিলতা তৈরি হয়েছিল।
English summary
Suvendu Adhikary case file against Abhishek Banerjee