অভিনেত্রী শ্রাবন্তীকে নোংরা মেসেজ পাঠানোর অভিযোগে গ্রেফতার বাংলাদেশি যুবক
অভিযোগপত্রে শ্রাবন্তী লিখেছিলেন, ‘আমার নাম শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ অভিনয়ের জগতের সঙ্গে প্রায় ২৪ বছর ধরে আমি যুক্ত ৷ এই ২৪ বছরে বাংলাদেশের বহু ছবিতে অভিনয় করেছি আমি ৷ বাংলাদেশের সংস্কৃতি, সেখানকার মানুষদের ভালোবাসা, আতিথেয়তার কথা গোটা বিশ্বের কাছে তুলে ধরেছি ৷ তবে দুঃখের বিষয় হল, সেই দেশেরই এক মানুষ গত কয়েকমাস ধরে আমার ফোনে অশ্লীল মেসেজ পাঠাচ্ছেন ৷ এই গোটা ঘটনার বিরোধিতা করি ৷ আর সেই কারণেই অভিযোগপত্র জমা দিতে বাধ্য হলাম ৷ আশা করি, এই বিষয়ে উপযুক্ত ও কড়া পদক্ষেপ নেওয়া হবে …’Photo Courtesy- Srabanti Chatterjee/ Facebook Account