‘অনুব্রত একা গরু পাচারের টাকা খায়নি’, কাদের জড়িত থাকার দাবি করলেন অধীর চৌধুরী | গরু পাচার কাণ্ড নিয়ে বিস্ফোরক দাবি অধীর চৌধুরীর
West Bengal
oi-Bahni Sanyal Dutta

অনুব্রত একা গরু পাচারের টাকা খায়নি। অনুব্রতর কাছ থেকে কয়লা গরু যা রোজকার সবকিছু টাকা সরকারি দল বড় বড় নেতা মন্ত্রী সকলে খেয়েছেন। প্রকাশ্যে এমনই দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার প্রশ্রয় ছাড়া এত বড় দুর্নীতি অন্যায় হতে পারে না বলেও দাবি করেছেন তিনিসরাসরি নাম নাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অধীর চৌধুরী দাবি করেছেন, দাঁত দেখাতে চোখ দেখাতে খোকাবাবু বিদেশে যাচ্ছে। সেই টাকা আসছে কোথা থেকে? চোরাই পথে সেগুলো যাচ্ছে তৃণমূলের ঘরে।

মুর্শিদাবাদ তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব নিয়েও এদিন মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি অভিযোগ করেছেন, সরকার কবে পঞ্চায়েত ভোট করবে সেটা সরকারিভাবে ঠিক করবে নাকি দিদি ও খোকাবাবু। খোকাবাবু এখন ঠিক করছে যে আমার নবজোয়ার শেষ হলে তবেই পঞ্চায়েত ভোট হবে। পশ্চিমবঙ্গের সরকার কে চালাচ্ছে? এটা আমাদের জানার প্রশ্ন কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে নবজোয়ার থেকে খোকাবাবু নিজে বলছেন আমার পদযাত্রা নাটক শেষ হলে পঞ্চায়েতের নাটক
নীতি আয়োগের বৈঠকে মমতার না যাওয়া নিয়েও সরব হয়েছেন তিনি। অধীর চৌধুরী অভিযোগ করেছেন, নিজের ওজন ধরে রাখার জন্য নীতি আয়োগের বৈঠকে যোগ দেন না মমতা। কেজরিওয়াল এর সঙ্গে দেখা করছেন কিন্তু তিনি মুখ্যমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাবেন না। এই মুহূর্তে দিল্লিতে গিয়ে বিরোধীদের মোদির বিরুদ্ধে যে প্রস্তুতি এবং বিরোধীরা যে তাকে তার মতামতকে আগের মতনগুরুত্ব দিতে রাজি নয় সেটা তিনি বুঝেছেন বুঝে গিয়েছেন।

বিধায়ক বনাম সভাপতি গ্রুপের মারামারি, নওতার ঘটনা সবাই জানেন নওদা তে আমাদের প্রতি সভায় সমর্থন করছেন আর রাজপুরে যে ঘটনাটা ঘটেছে তৃণমূলে দুটো গোষ্ঠী। সভাপতি বনাম বিধায়গোষ্ঠীর যে ঝামেলা সেটা সবাই জানে তৃণমূল নিজেদের মধ্যে খুনখুনি করে একজনের মৃত্যু হয়েছে আর একজনও মৃত্যু হতে পারে অনেকে আহত হয়েছেন এই ঘটনায় ব্যবস্থা নেই তৃণমূল নেতৃত্ব তাদের দলকে রক্ষা করুন যত পঞ্চায়েত নির্বাচন আসবে ততই এই ঘটনা বেড়ে চলবে মন্তব্য করেছেন অধীর চৌধুরী
English summary
Adhir Chowdhury attack Mamata Banerjee