রাজধানীর গুলশানে সাবেক এমপির বাসায় ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান অপু গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলশানে চাঁদাবাজির ঘটনায় জানে আলম অপুকে ওয়ারী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, একই মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ, ইব্রাহিম হোসেন ওরফে মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব এবং এক অপ্রাপ্তবয়স্ককে গ্রেপ্তার করা হয়। প্রাপ্তবয়স্ক চারজন আসামির রিমান্ড চলমান রয়েছে।
