বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
প্রচ্ছদ্ধসারাদেশসৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক

সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক

spot_img
spot_img

তিন ঘণ্টা বন্ধ থাকার পর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার সকাল ৮টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত ঢাকা-সৈয়দপুর রুটের তিনটি ফ্লাইট ওঠানামা করতে পারেনি। শিডিউল বিপর্যয় ঘটায় বিমানবন্দরে আটকা পড়েন দেড় শতাধিক যাত্রী। কর্মকর্তা জানিয়েছেন, ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় ব্যাহত হয়েছিল উড়োজাহাজ চলাচল।

বিমানবন্দর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরের জেলা নীলফামারীতে ক্রমান্বয়ে তাপমাত্রার পারদ কমছে। গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ভোররাত থেকে ঘন কুয়াশা পড়ছে। এতে আজ রোববার সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।

বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, ভোর থেকে ঘন কুয়াশা দেখা দেয় রানওয়েতে। সকাল ৮টার দিকে দৃষ্টিসীমা ৩০০ মিটারের কম থাকায় ফ্লাইট অবতরণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বাংলাদেশ বিমান ও এয়ার এস্ট্রার দুটি ফ্লাইট অবতরণ না করে ঢাকায় ফিরে যায়। তবে শিডিউল বিপর্যয় হলেও কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন জানান, ভোর ৬টায় ঘন কুয়াশায় বিমানবন্দর রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল ৮০০ মিটার। কিন্তু পরবর্তী সময়ে দৃষ্টিসীমা কমতে থাকে, যা ৮টার দিকে ৩০০ মিটারে নেমে আসে। তবে সকাল ৯টার দিকে দৃষ্টিসীমা বেড়ে ৭০০ মিটারে উন্নীত হয়। বেলা পৌনে ১১টার দিকে কুয়াশা কেটে যাওয়ায় প্রয়োজনীয় দৃষ্টিসীমা চলে আসায় স্বাভাবিক হয় উড়োজাহাজ চলাচল।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত