বুধবার, জানুয়ারি ২৯, ২০২৫
প্রচ্ছদ্ধজাতীয়সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ, কর্মবিরতি অব্যাহত

সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ, কর্মবিরতি অব্যাহত

spot_img
spot_img

রেলওয়ের রানিং স্টাফরা বেতনের সঙ্গে রানিং ভাতা যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধার দাবিতে সারাদেশে কর্মবিরতি শুরু করেছেন। এর ফলে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

দীর্ঘ দুই ঘণ্টার বেশি সময় ধরে সমঝোতার বৈঠক অনুষ্ঠিত হলেও কর্তৃপক্ষ কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। আপাতত ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে বৈঠকটি অনুষ্ঠিত হয়। তবে দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে রানিং স্টাফদের প্রতিনিধিরা কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক ত্যাগ করেন।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।

বৈঠকে অংশগ্রহণকারী একজন স্টাফ সাংবাদিকদের জানান, ‘আমরা দীর্ঘক্ষণ রেল সচিব ও মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছি, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। বৈঠক চলাকালীনই আমি চলে আসছি। আমাদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবো। তবে আমরা আমাদের কর্মবিরতিতে অনড় রয়েছি।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত