চট্টগ্রামে মহানগরীর এনসিপি প্রকাশের পরপরেই আলোচনা ও সমালোনা জন্ম দেয়। ইস্কন, চাদাবাজি ও আওয়ামী লীগ সম্পিকৃতা সহ বেশ কিছু অভিযোগ উঠছে এই নব্য কমিটির বিরুদ্ধে। এর মাঝেই প্রকাশ্যে আসা শুরু করলো এনসিপি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব নিজাম উদ্দিনের বেশ কিছু অপকর্ম।
বন্দরের বিভিন্ন অপকর্মের কারনে সাইফ পাওয়ার টেকের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে এবং সাইফ পাওয়ার টেক কে বন্দর থেকে অপসারনের জন্য আন্দোলন করে বন্দর রক্ষা আন্দোলন। সে সময় সেই আন্দোলন দমনের কথা বলে ১০ লক্ষ টাকা দাবি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পরে সেই ভিডিওটি বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম হয়ে উঠে।
ভিডিও টি ভাইরাল হওয়ার পরে নব্য চট্টগ্রাম নগর কমিটি থেকে তার কাছে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
এর পরে মঙ্গলবার (১২ আগস্ট) রাতে এনসিপি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (দপ্তর) স্বাক্ষরিত একটি নোটিশে তাকে সাময়িকভাবে বহিস্কার করা হয়।
নোটিশে বলা হয়, গণমাধ্যমের বরাতে আপনার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ও গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উত্থাপিত হয়েছে, যা দলের সুনাম ক্ষুণ্ণ করেছে। এমতাবস্থায়, আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় আপনাকে দলের সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম থেকে এতদ্বারা সাময়িকভাবে বহিষ্কার করা হলো। এই বহিষ্কার আদেশ আজকের তারিখ হতে কার্যকর হবে।
এতে আরো বলা হয়, একইসাথে, আপনাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- তার লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান জনাব, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের নিকট আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রদান করার জন্য এতদ্বারা নির্দেশ দেওয়া হলো।
